ওয়েব ডেস্ক : শ্রমিক অসন্তোষের জেরে  বন্ধ হয়ে গেল টিটাগড় এম্পায়ার জুট মিলের কাজ। কর্মহীন প্রায় দু' হাজার শ্রমিক। শ্রমিকদের দাবি, বেতন পাচ্ছেন না তারা। এভাবে চললে তাদের পক্ষে কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, টাকার জোগান নেই । পুরো বেতন দেওয়া যাচ্ছে না। যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টে অর্ধেক টাকা জমা দেওয়া হয়েছে। পুরনো নোটও কেউ নিতে চাইছে না।  চরম সমস্যায় পড়েছেন তারাও। 


আরও পড়ুন, ফের আগুন হাওড়ায়, এবার বাউড়িয়ার নর্থ জুটমিলে


১১ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা রিলায়েন্স কর্তার