ওয়েব ডেস্ক: ডায়মন্ড হারবার, হরিদেবপুরের পর কোলাঘাট। চোর সন্দেহে ফের পিটিয়ে খুন করা হল এক যুবককে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাস্তায় কাদামাখা নিথর দেহ। বাড়িতে মায়ের আর্তনাদ। অকারণ আক্রোশে নিভে গেল আরেকটা দীপ। কোলাঘাটের সাহাপুর গ্রামে চোর সন্দেহে পিটিয়ে মারা হয়েছে সিরাজুল ইসলাম নামে মানসিক ভারসাম্যহীন যুবককে। ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতদের আইনানুগ বিচার হবে। কিন্তু, সিরাজুলের নিথর দেহ তুলছে জটিল প্রশ্ন।


৪ঠা মে ডায়মন্ড হারবারের হরিণডাঙায় মোষ চোর সন্দেহে পিটিয়ে মারা হয় এক ছাত্রকে। গত ৮ই জুন হরিদেবপুর আম চোর সন্দেহে পিটিয়ে মারা হয়েছে কলেজ পড়ুয়াকে। এরপর কোলাঘাটেও এলাকাবাসীর সন্দেহের মাসুল দিলেন মানসিক ভারসাম্যহীন যুবক।


প্রশ্ন উঠছে, সামান্য কারণেই কেন মারমুখী হয়ে উঠছে জনতা? কেন সন্দেহের বশে শেষ করে দেওয়া হচ্ছে এক একটি প্রাণ। তাঁরা কি সহিষ্ণুতা হারাচ্ছেন? নাকি নিজেরাই ভুগছেন নিরাপত্তাহীনতায়? প্রশ্নটা সামাজিক।