Swarup Dutta

মোদীর রাজ্য ক্রিকেটে প্রথমবার ভারত সেরা পার্থিবের দুর্দান্ত পারফরম্যান্সে

মোদীর রাজ্য ক্রিকেটে প্রথমবার ভারত সেরা পার্থিবের দুর্দান্ত পারফরম্যান্সে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য এবার ভারতীয় ক্রিকেটে ইতিহাস গড়ল, প্রথমবার রঞ্জি ট্রফি ট্যাম্পিয়ন হয়ে। আর গুজরাটকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে, প্রথমবার দেশের সেরা করলেন পার্থিব প্যাটেল স্বয়ং। ভারতীয় ক্রিকেটে খুব কম বয়সে সূযোগ পেয়ে কিছুদিন খেলার পর হারিয়ে গিয়েছিলেন। তবে, ঘরোয়া ক্রিকেটে এবং আইপিএলে নিয়মিত ভালো পারফর্ম করে গিয়েছেন। সম্প্রতি ঋদ্ধিমান সাহা চোট পাওয়ায় প্রায় ৯ বছর পর ভারতীয় দলের জার্সি গায়ে চাপানোর সূযোগ পান পার্থিব। এবং এতদিন পরে ভারতীয় দলে সূযোগ পেয়ে, কোনওরকম জড়তা না রেখে, দুর্দান্ত পারফরম্যান্স করেন পার্থিব প্যাটেল।