এবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছে কংগ্রেস

মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার শপথ নেওয়ার ছ-মাসের মধ্যেই বিধানসভায় অনাস্থা আনতে চলেছে কংগ্রেস। প্রস্তাব সমর্থনে তৈরি বামেরাও। বিরোধীরা যখন সরকারকে বিপাকে ফেলতে চাইছে,তখন নোট বিতর্ককে বিধানসভার অন্দরে নিয়ে এসে মানুষকে বার্তা দিতে চাইছে শাসকদলও। নোট বিতর্কে মোদী সরকারের বিরুদ্ধে ভারত পরিক্রমা শুরু করেছেন মুখ্যমন্ত্রী। দিল্লি, লখনউ, পটনায় জনসভার পর এবার বিধানসভাতেও বিষয়টি নথিবদ্ধ করে রাখতে চাইছেন তিনি।

Updated By: Nov 30, 2016, 11:38 PM IST
এবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছে কংগ্রেস

ওয়েব ডেস্ক : মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার শপথ নেওয়ার ছ-মাসের মধ্যেই বিধানসভায় অনাস্থা আনতে চলেছে কংগ্রেস। প্রস্তাব সমর্থনে তৈরি বামেরাও। বিরোধীরা যখন সরকারকে বিপাকে ফেলতে চাইছে,তখন নোট বিতর্ককে বিধানসভার অন্দরে নিয়ে এসে মানুষকে বার্তা দিতে চাইছে শাসকদলও। নোট বিতর্কে মোদী সরকারের বিরুদ্ধে ভারত পরিক্রমা শুরু করেছেন মুখ্যমন্ত্রী। দিল্লি, লখনউ, পটনায় জনসভার পর এবার বিধানসভাতেও বিষয়টি নথিবদ্ধ করে রাখতে চাইছেন তিনি।

আরও পড়ুন- নাম না করেই এবার নীতীশ কুমারকে বিশ্বাসঘাতক বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

৫ই ডিসেম্বর বিধানসভায় নোট বাতিলে মানুষের দুর্ভোগ নিয়ে আড়াই ঘণ্টা আলোচনার পর প্রস্তাব গ্রহণ করতে চাইছে সরকার। সরকারকে বিপাকে ফেলতে তৈরি হচ্ছে বিরোধীরাও। বুধবার সর্বদল বৈঠকে বিজেপির প্রতিনিধিরা থাকলেও বাম-কংগ্রেসের কেউ ছিলেন না। দল ভাঙানোর মতো নানা অভিযোগে রাজ্য বিধানসভার অধিবেশন শুরুর দিনই সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের জন্য নোটিস দিচ্ছে কংগ্রেস। অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হলে সমর্থনের জন্য তৈরি বামেরাও। শুক্রবার থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার অধিবেশন।

.