বিক্ষোভ আর হতাশা আটকাতে স্কুল সার্ভিস কমিশনের ইন্টারভিউয়ে নতুন নিয়ম

বিক্ষোভ আর হতাশা আটকাতে এবার স্কুল সার্ভিস কমিশনের ইন্টারভিউতে ডাক পেতে চলেছেন আগের থেকে কম প্রার্থী। শেষ বার প্রতি একটি পদের জন্য ১.৫ হারে ইন্টারভিউতে ডাকা হয়েছিল প্রার্থীদের। এবার তা কমিয়ে করা হয়েছে ১.৪। অর্থাত্ প্রতি একশোজনে ১০ জন করে প্রার্থী কম ডাকা হবে।

Updated By: Oct 18, 2016, 04:08 PM IST
বিক্ষোভ আর হতাশা আটকাতে স্কুল সার্ভিস কমিশনের ইন্টারভিউয়ে নতুন নিয়ম

ওয়েব ডেস্ক: বিক্ষোভ আর হতাশা আটকাতে এবার স্কুল সার্ভিস কমিশনের ইন্টারভিউতে ডাক পেতে চলেছেন আগের থেকে কম প্রার্থী। শেষ বার প্রতি একটি পদের জন্য ১.৫ হারে ইন্টারভিউতে ডাকা হয়েছিল প্রার্থীদের। এবার তা কমিয়ে করা হয়েছে ১.৪। অর্থাত্ প্রতি একশোজনে ১০ জন করে প্রার্থী কম ডাকা হবে।

আরও পড়ুন বাস ভাড়া করা হোক এই পদ্ধতিতে, তাতে লাভ হবে সকলের

কমিশন সূত্র খবর পাওয়া গিয়েছে, ওয়েটিং লিষ্টে থাকা প্রার্থীদের সংখ্যা যাতে কম হয়, প্রধাণত সেজন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কারণ, গতবার এই ওয়েটিং লিস্টের প্রার্থীদেরই দফায় দফায় বিক্ষোভে রীতিমত নাজেহাল হতে হয়েছিল কর্তৃপক্ষকে।

আরও পড়ুন তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন মিতা মণ্ডলের স্বামী রাণা মণ্ডল!

.