উত্তরপ্রদেশে অখিলেশ এবার ফোর জি সহ বিনামূল্য সবাইকে মোবাইল দেবেন

ল্যাপটপের পর এবার হয়তো মোবাইল। আগামী কঠিন পরীক্ষায় পাশ করতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব মোবাইলকেই হাতিয়ার করছেন।

Updated By: Sep 1, 2016, 03:09 PM IST
উত্তরপ্রদেশে অখিলেশ এবার ফোর জি সহ বিনামূল্য সবাইকে মোবাইল দেবেন

ওয়েব ডেস্ক: ল্যাপটপের পর এবার হয়তো মোবাইল। আগামী কঠিন পরীক্ষায় পাশ করতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব মোবাইলকেই হাতিয়ার করছেন।

আরও পড়ুন- ভারতের এই জেলে থাকতে গেলে লাগবে মাত্র ৫০০ টাকা!

২০১২ বিধানসভা ভোটের আগে সমাজবাদী পার্টির তরফে ঘোষণা করা হয়েছিল ভোটে জিতলে সফল পরীক্ষার্থীদের বিনামূল্য ল্যাপটপ দেওয়া হবে। ক্ষমতায় এসে অখিলেশ কথা রেখেছিলেন। এবার অখিলেশ জানালেন, সমাজবাদী পার্টি এবার তাদের নির্বাচনী ইস্তেহারে রাজ্যের সব মানুষের কাছে মোবাইল পৌঁছে দেওয়ার কথা ভাবনাচিন্তা করছে। রিলায়েন্স ফোর জি-এর আনুষ্ঠানিক লঞ্চে এসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এমন মন্তব্য করেন। এমন কী ফোর জি পরিষেবা যাতে গরীব মানুষও ব্যবহার করতে পারে এমনও চিন্তাভাবনা করছেন অখিলেশ।  

আরও পড়ুন- ছাত্রীদের সামনে প্যান্ট খুলে অসভ্যতা শিক্ষকের, কী করলেন ছাত্রীরা! (ভিডিও)

ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে নামতে আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে প্রচারে নামছেন অখিলেশ। বিজেপি-র কাছে বেশ কোণঠাসা সমাজবাদী পার্টি। এমনকী অনেকে এমনও বলছে আগামী বিধানসভা ভোটের আসল লড়াই বিজেপি বনাম মায়াবতীর মধ্যে সীমাবদ্ধ থাকবে। অখিলেশ ফোর জি ফ্রি ফোন বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করে বাজিমাত করতে চাইছেন।   

.