এই ঘটনায় এবার সাজা মিলবে হাতেনাতেই!

বিমানে শ্লীলতাহানির ঘটনার সাজা মিলবে হাতেনাতেই। প্লাস্টিকের হাতকড়ায় বন্দি হবেন যাত্রী। নিজেদের সমস্ত উড়ানেই এবার এই ব্যবস্থা চালু করতে চলেছে এয়ার ইন্ডিয়া। গত ১৫ দিনে এয়ার ইন্ডিয়ার বিমানে পর পর দুটি শ্লীলতাহানির ঘটনার জেরেই এবার এই ব্যবস্থা নিতে চলেছে বিমান কর্তৃপক্ষ। শুধু শ্লীলতাহানির ঘটনাই নয়, বিমানে অভব্য আচরণেও একই শাস্তি দেওয়া হবে যাত্রীকে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ওই বিমানের পাইলট।

Updated By: Jan 8, 2017, 11:04 AM IST
এই ঘটনায় এবার সাজা মিলবে হাতেনাতেই!

ওয়েব ডেস্ক : বিমানে শ্লীলতাহানির ঘটনার সাজা মিলবে হাতেনাতেই। প্লাস্টিকের হাতকড়ায় বন্দি হবেন যাত্রী। নিজেদের সমস্ত উড়ানেই এবার এই ব্যবস্থা চালু করতে চলেছে এয়ার ইন্ডিয়া। গত ১৫ দিনে এয়ার ইন্ডিয়ার বিমানে পর পর দুটি শ্লীলতাহানির ঘটনার জেরেই এবার এই ব্যবস্থা নিতে চলেছে বিমান কর্তৃপক্ষ। শুধু শ্লীলতাহানির ঘটনাই নয়, বিমানে অভব্য আচরণেও একই শাস্তি দেওয়া হবে যাত্রীকে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ওই বিমানের পাইলট।

আরও পড়ুন- দিল্লি মেট্রোর নিয়মে পরিবর্তন, অবশ্যই জানুন

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সংস্থার দাবি এর ফলে বিমানে যাত্রা করার সময় অপরাধ জনক কাজের প্রবণতা অনেকটাই কমে যাবে।

.