দাঁতের চিকিৎসা করাতে ১৫ দিন অন্তর জেলে আসবেন রাজেশ-নূপুর

Updated By: Oct 15, 2017, 06:29 PM IST
দাঁতের চিকিৎসা করাতে ১৫ দিন অন্তর জেলে আসবেন রাজেশ-নূপুর

নিজস্ব প্রতিবেদন : ছাড়া পেলেও প্রতি মাসেই জেলে আসবেন। আরুষী হত্যা মামলায় নির্দোষ প্রমাণিত রাজেশ ও নূপুর তলোয়ার পনেরো দিন অন্তর জেলে আসবেন বলে জেল কর্তৃপক্ষকে আশ্বাস দিয়েছেন। বর্তমানে গাজিয়াবাদের দাসনা জেলে রয়েছেন রাজেশ তলোয়ার ও নূপুর তলোয়ার। সম্ভবত সোমবার তারা ছাড়া পাবেন। পেশায় দাঁতের চিকিৎসক হওয়ায় এতদিন জেলবন্দিদের দাঁতের চিকিৎসা করেছেন নিয়ম করে।

অারও পড়ুন- ঘুড়ি লড়়াইয়ে হার, আক্রোশে খুন বন্ধুকে

গত ২০১৩ থেকে জেলের দাঁতের বিভাগটিকে চাঙ্গা করে তুলেছিলেন তলোয়ার দম্পতি। এখন তাঁরা ছাড়া পাওয়ায় সমস্যায় পড়েছে জেল কর্তৃপক্ষ। তবে তাদের আশ্বাসও দিয়েছেন রাজেশ-নূপুর। দাসনা জেলের সুপার সুনীল ত্যাগী জানিয়েছেন, আমাদের দাঁতের বিভাগটির কী হবে তা নিয়ে চিন্তায় ছিলাম। তবে ওঁরা আশ্বাস দিয়েছেন ছাড়া পাওয়ার পর পনেরো দিন অন্তর জেলে এসে বন্দিদের দাঁতের চিকিৎসা করে ‌যাবেন।

আরও পড়ুন- উপনির্বাচনে কংগ্রেসের জয়, রবিবারের রবি হাসি ফোটাল দশ জনপথে

.