'ইতনা সন্নাটা কিউ হ্যায় ভাই...'

ভোট গণনা শুরু হওয়ার কিছু পরেই উত্‍সব শুরু। তখন সবে পোস্টাল ব্যালট আর শহরভিত্তিক কিছু কেন্দ্রের গণনা শুরু হয়েছে। তাতে সামান্য ব্যবধানে এগিয়ে ছিল বিজেপি। তাতেই একেবারে উত্‍সব শুরু হয়ে গিয়েছিল। মোদী, অমিত শাহের পোস্টার হাতে বাজি ফাটানোও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু ঘণ্টা দেড়ক বাদেই সব উধাও, সব চুপচাপ। খবর আসতে শুরু করল একের পর এক কেন্দ্রে পিছিয়ে বিজেপি প্রার্থীরা। বেলা বাড়তে পরিষ্কার হয়ে গেল ২০১০ বিধানসভা নির্বাচনের চেয়েও খারাপ ফল হতে চলেছে। দিল্লিতে বিজেপি সদর দফতরের সামনে তখন শুধুই হতাশা। দলের মুখপাত্ররাও দৃশ্যতই হতাশ। অনেকেই বলছেন, বিজেপি-র সদর দফতর দেখে মনে হচ্ছে শোলের সেই বিখ্যাত ডায়লগের কথা- ইতনা সন্নাটা কিউ হ্যায় ভাই...

Updated By: Nov 8, 2015, 12:54 PM IST

ওয়েব ডেস্ক: ভোট গণনা শুরু হওয়ার কিছু পরেই উত্‍সব শুরু। তখন সবে পোস্টাল ব্যালট আর শহরভিত্তিক কিছু কেন্দ্রের গণনা শুরু হয়েছে। তাতে সামান্য ব্যবধানে এগিয়ে ছিল বিজেপি। তাতেই একেবারে উত্‍সব শুরু হয়ে গিয়েছিল। মোদী, অমিত শাহের পোস্টার হাতে বাজি ফাটানোও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু ঘণ্টা দেড়ক বাদেই সব উধাও, সব চুপচাপ। খবর আসতে শুরু করল একের পর এক কেন্দ্রে পিছিয়ে বিজেপি প্রার্থীরা। বেলা বাড়তে পরিষ্কার হয়ে গেল ২০১০ বিধানসভা নির্বাচনের চেয়েও খারাপ ফল হতে চলেছে। দিল্লিতে বিজেপি সদর দফতরের সামনে তখন শুধুই হতাশা। দলের মুখপাত্ররাও দৃশ্যতই হতাশ। অনেকেই বলছেন, বিজেপি-র সদর দফতর দেখে মনে হচ্ছে শোলের সেই বিখ্যাত ডায়লগের কথা- ইতনা সন্নাটা কিউ হ্যায় ভাই...

এত বড় বিপর্যয় আসতে চলেছে তা ভাবতে পারেননি বিজেপি-র কোনও নেতাই। ভোট প্রচারে কোনও চেষ্টা বাকি রাখা হয়নি। প্রধানমন্ত্রী রেকর্ড সংখ্যাক সভা হয়। বিহারকে রেকর্ড অঙ্কের প্যাকেজও দেওয়া হয়। কিন্তু শেষ অবধি হতাশা। কটা দিন কাটাছেঁড়া চলবে। ২০১৪ সালের হিরো মোদী-শাহরা বছর ঘুরতেই ব্যর্থতার পৃথিবীতে। দিল্লির পর মহাব্যর্থতা বিহারেও। এটাই শেষের শুরু নয় তো...

.