এবার জনধন অ্যাকাউন্টের লেনদেনেও কড়া নজরদারি কেন্দ্রের

Updated By: Nov 15, 2016, 04:02 PM IST
এবার জনধন অ্যাকাউন্টের লেনদেনেও কড়া নজরদারি কেন্দ্রের

ওয়েব ডেস্ক: জনধন অ্যাকাউন্টের মাধ্যমে কালো টাকা সাদা করার চেষ্টা করছেন কালো টাকা কারবারিরা। তাই , এবার জনধন অ্যাকাউন্টের লেনদেনেও কড়া নজরদারি রাখছে কেন্দ্র। জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থসচিব শক্তিকান্ত দাস।

অন্যদিকে, টাকা তোলার ক্ষেত্রে নতুন নিয়ম জারি করা হল। এবার টাকা তুললেই আঙুলে কালি দেওয়া হবে।। আজ থেকে কার্যকর এই নিয়ম। দেশের গুরুত্বপূর্ণ শহরগুলিতে এই নিয়ম জারি হচ্ছে। মাইক্রো এটিএমের সংখ্যাও বাড়ানো হচ্ছে। বললেন অর্থসচিব শক্তিকান্ত দাস। নোট বদলাতে এ বার আঙুলে ভোটের কালি। চব্বিশে নভেম্বর পর্যন্ত যে কোনও ব্যাঙ্কে পরিচয়পত্র দেখিয়ে পাঁচশো-হাজারের নোটে সাড়ে চার হাজার টাকা বদলানো যাবে। এ বার থেকে এ ভাবে টাকা বদলাতে গেলে আঙুলে কালি লাগিয়ে দেবে ব্যাঙ্ক। কেন্দ্রীয় অর্থসচিব শক্তিকান্ত দাস আজ এ কথা জানিয়েছেন। কালো টাকার কারবারিরা যাতে লাইনে একই লোককে বারবার দাঁড় করিয়ে অচল টাকা বদলাতে না পারে সে জন্যই এই সিদ্ধান্ত বলে জানান তিনি।

.