কুয়াশায় ঢেকেছে দিল্লি, দেরিতে চলছে ৮১টি ট্রেন, বাতিল ১৩

দিল্লি আছে দিল্লিতেই। এবার থাবা কুয়াশার। ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা রাজধানী। ব্যাহত জনজীবন।  সড়ক, রেল, বিমান পরিষেবা কার্যত বিপর্যস্ত।

Updated By: Dec 3, 2016, 08:45 AM IST
কুয়াশায় ঢেকেছে দিল্লি, দেরিতে চলছে ৮১টি ট্রেন, বাতিল ১৩

ওয়েব ডেস্ক : দিল্লি আছে দিল্লিতেই। এবার থাবা কুয়াশার। ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা রাজধানী। ব্যাহত জনজীবন।  সড়ক, রেল, বিমান পরিষেবা কার্যত বিপর্যস্ত।

দৃশ্যমানতা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম থাকায়, ৯টি ইন্টারন্যাশনাল এবং ৪টি ডোমেস্টিক ফ্লাইটের ছাড়ার সময় পিছিয়ে দিতে হয়েছে। বাতিলই করে দিতে হয়েছে দিল্লি-লখনউ ফ্লাইটটি। বড়রকম প্রভাব রেল পরিষেতেও। ৮১টি ট্রেন দেরিতে চলছে বলে খবর। বাতিল করতে হয়েছে ১৩টি ট্রেন। ৪০টি ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে।

আরও পড়ুন, হিসাব বহির্ভূত আয়ের জন্য ধার্য কর দেওয়ার আগেই উধাও ব্যবসায়ী   

.