সন্ত্রাসবাদী কার্যকলাপ বাদে প্রাণদণ্ডের অবলুপ্তির সুপারিশের পথে ভারতীয় আইন কমিশন

ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় আইন কমিশন। সন্ত্রাসবাদ কার্যকলাপ বাদে বাকি সমস্ত ক্ষেত্রেই প্রাণদণ্ড তুলে দেওয়ার পক্ষে সুপারিশ করতে চলেছে কমিশন।  

Updated By: Aug 28, 2015, 07:47 PM IST
সন্ত্রাসবাদী কার্যকলাপ বাদে প্রাণদণ্ডের অবলুপ্তির সুপারিশের পথে ভারতীয় আইন কমিশন

ব্যুরো: ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় আইন কমিশন। সন্ত্রাসবাদ কার্যকলাপ বাদে বাকি সমস্ত ক্ষেত্রেই প্রাণদণ্ড তুলে দেওয়ার পক্ষে সুপারিশ করতে চলেছে কমিশন।  

মৃত্যু দণ্ডের বিধি অবিলম্বে তুলে দিতে দুশো বাহাত্তর পাতার রিপোর্টও তৈরি। এই রিপোর্ট কমিটির সদস্যদের কাছে পৌছে দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে রিপোর্ট জমা পড়বে সরকারের কাছে।  একত্রিশে অগাস্ট কমিশনের মেয়াদ শেষের আগে এই ধরণের পদক্ষেপ অত্যন্ত তাত্‍পর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে বিতর্ক বেশ কয়েকদিন ধরেই চলছে। বারবার প্রশ্ন উঠেছে রাষ্ট্র কি সত্যিই কারোর প্রাণ কেড়ে নিতে পারে? বেঁচে থাকা প্রত্যেকের মৌলিক অধিকার। রাষ্ট্র সেই অধিকার কেড়ে নিতে পারে না বলে বহুদিন ধরেই সওয়াল করে আসছেন মানবাধিকার সংগঠনগুলি। প্রাক্তন ভারতীয় রাষ্ট্রপতি এপিজে আবুল কালামের প্রাণদণ্ডের বিরোধী ছিলেন। 

.