রোজভ্যালি কাণ্ডে জামিন পেলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়

২৫ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন রোজভ্যালি কাণ্ডে অভিযুক্ত তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। জামিন মঞ্জুর করল ওড়িশা হাইকোর্ট। কালই ছাড়া পেতে পারেন লোকসভায় তৃণমূলের প্রধান মুখ তথা উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র থেকে জয়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, এমনই খবর জেল সূত্রের। তবে এই জামিনের ক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জমা রাখতে হবে তাঁর পাসপোর্ট। ওড়িশা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ভারতের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে যাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।  

Updated By: May 19, 2017, 11:12 AM IST
রোজভ্যালি কাণ্ডে জামিন পেলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়

ওয়েব ডেস্ক: ২৫ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন রোজভ্যালি কাণ্ডে অভিযুক্ত তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। জামিন মঞ্জুর করল ওড়িশা হাইকোর্ট। কালই ছাড়া পেতে পারেন লোকসভায় তৃণমূলের প্রধান মুখ তথা উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র থেকে জয়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, এমনই খবর জেল সূত্রের। তবে এই জামিনের ক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জমা রাখতে হবে তাঁর পাসপোর্ট। ওড়িশা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ভারতের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে যাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।    

এদিন ওড়িশা হাইকোর্টে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সওয়াল করেন, ১২০ দিন হয়ে গিয়েছে, রোজভ্যালি তদন্তে চার্জশিটও পেশ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, এরপরও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সিবিআই হেফাজতে রাখার যৌক্তিকতা কী? এর সঙ্গেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তাঁর স্বাস্থ্যের বিষয়টিও আদালতের কাছে পেশ করেন। উল্টো দিকে সিবিআইয়ের আইনজীবী যে পাল্টা যুক্তি দেন, তা গ্রাহ্যই করেনি ওড়িশা হাইকোর্ট। এরপর সমস্ত দিক বিচার করেই ওড়িশা হাইকোর্ট তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জামিন মঞ্জুর করে।    

৩ জানুয়ারি গ্রেফতার হয়েছিলন সুদীপ। চার মাস পরে জামিন মুকুব হল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। ওড়িশা হাইকোর্টের এই রায়ে রাষ্ট্রপতি নির্বাচনের আগে বড় অ্যাডভান্টেজ পেয়ে গেল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। উল্টো দিকে এই রায়ে জোর ধাক্কা খেল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জামিনের খবরে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, "কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা প্রতিহিংসা মূলক আচরণ করছে। এই রায়ে স্বাভাবিক ভাবেই খুশি তৃণমূল।"।     

.