এই চিত্র পরিচালক পি ভি সিন্ধুর অলিম্পিক সাফল্যের উপর 'থুতু' দিতে চায়

সারা ভারত যখন পি ভি সিন্ধুকে নিয়ে উচ্ছাসে উত্তাল, ঠিক সেই সময়য়েই বিতর্ক বাঁধালেন

Updated By: Aug 23, 2016, 01:44 PM IST
এই চিত্র পরিচালক পি ভি সিন্ধুর অলিম্পিক সাফল্যের উপর 'থুতু' দিতে চায়

ওয়েব ডেস্ক: সারা ভারত যখন পি ভি সিন্ধুকে নিয়ে উচ্ছাসে উত্তাল, ঠিক সেই সময়য়েই বিতর্ক বাঁধালেন
পুরস্কারপ্রাপ্ত মালায়মাম ছবি "ওঝিভু দিভস্থে কালি"-র পরিচালক সানাল কুমার সসিধারণ। আচমকা সানাল তাঁর ফেসবুক ওয়ালে স্টেটাসে লিখলেন, "সকলেই সিন্ধুর কৃতিত্বকে কুর্ণিশ জানাচ্ছে। কিন্তু কেমন হবে যদি আমি তাতে থুতু দিই? এত উচ্ছসিত হওয়ার কী আছে এতে?"

আরও পড়ুন- ৫ কোটি টাকা আর ১ হাজার স্কোয়ার ফিট থাকার জায়গা উপহার

বলার আপেক্ষা রাখে না যে মালায়লম পরিচালককে তাঁর এই মতামতের জন্য চূড়ান্ত সমালোচিত হতে হয়েছে নেটিজেনদের কাছে। সানাল যদিও জানিয়েছেন যে তাঁর এই বক্তব্যটি আসলে 'ব্ল্যাক হিউমার' এবং তিনি এও বলেছেন যে মানুষ বুঝতেই পারছে না আসলে তিনি কী অর্থে এই কথা বলেছেন।

আরও পড়ুন- অলিম্পিকের নতুন খেলা- 'ককটেল ব্যাডমিন্টন'

উল্লেখ্য পি ভি সিন্ধুই ভারতের একমাত্র ব্যাডমিন্টন খেলোয়াড় যিনি অলিম্পিকের ফাইনালে দেশের প্রতিনিধিত্ব করেছেন এবং তিনিই ভারতের নবীনতম ব্যাডমিন্টন তারকা যিনি মাত্র একুশ বছর বয়সে মেডেল জিতলেন অলিম্পিকে। গতকাল, সিন্ধু হায়েদরাবাদ বিমানবন্দরে নামলে তাঁর জন্য বিরাট জাঁকজমকপূর্ণ অভ্যর্থনার আয়োজন করা হয় তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে। 

.