চিনকে সবক শেখাতে এই দাওয়াই দিলেন নরেন্দ্র মোদী

Updated By: Aug 18, 2017, 10:36 PM IST
চিনকে সবক শেখাতে এই দাওয়াই দিলেন নরেন্দ্র মোদী

ওয়েব ডেস্ক: বিদ্যুৎ সরবরাহ ও টেলিকম ব্যবসার শর্তে কড়াকড়ি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। নয়াদিল্লির অন্দরমহলের খবর, চিনকে সবক শেখাতেই এই পদক্ষেপ।

দেশের ১৮টি শহরে  হারবিন ইলেকট্রনিক, ডোংফাং ইলেকট্রনিকস, সাংহাই ইলেকট্রিক ও সিফাং অটোমেশনের মতো চিনা সংস্থা বৈদ্যুতিক সরঞ্জাম সরবরাহ করে। দেশীয় সংস্থাগুলি এনিয়ে দীর্ঘদিন ধরে সরব। তাদের দাবি, চিনা সংস্থাগুলি ভারতে ‌জামাই আদর পায়, কিন্তু চিনে এর উল্টো ব্যবহার জোটে ভারতীয় সংস্থাগুলির কপালে। সেদেশে ভারতীয় সংস্থাগুলি সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারে না।

ডোকা লা-তে প্রায় দুমাস ধরে ভারত-চিন বিবাদ চলছে। ভারত সরকার মনে করছে, চিনা হ্যাকাররা সাইবার হামলা চালাতে পারে। সেন্ট্রাল ইলেকট্রনিক অথরিটি রিপোর্টের ভিত্তিতে বিদ্যুত সরবরাহ ক্ষেত্রে কড়া নিয়ম আনার কথা ভাবনাচিন্তা করছে কেন্দ্রীয় সরকার। নয়া নিয়মে স্থানীয় সংস্থাগুলি অগ্রাধিকার পাবে। শোনা ‌যাচ্ছে, ভারতে কমপক্ষে ১০ বছর কাজের অভিজ্ঞতা এবং সংস্থার শীর্ষ আধিকারিক নির্দিষ্ট সময় এদেশে থেকেছেন, এমন শর্ত আনা হচ্ছে।

টেলিকম ক্ষেত্রেও কড়া নজরদারি শুরু করেছে কেন্দ্রীয় সরকার। ২১টি মোবাইল সংস্থাকে ইতিমধ্যে স্মার্টফোনের নিরাপত্তা সংক্রান্ত তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছে তথ্য ও প্র‌যুক্তিমন্ত্রক। এর মধ্যে অধিকাংশই চিনা সংস্থা।

আরও পড়ুন, লাদাখে ভারত-চিন হাতাহাতি, স্বীকার করল বিদেশমন্ত্রক

.