পাহাড়ে আজ মোর্চার ডাকে ফের সর্বদল বৈঠক

পাহাড়ে আজ মোর্চার ডাকে ফের সর্বদল বৈঠক।  পাহাড়ের আন্দোলন কোন পথে যায়, তারই রূপরেখা ঠিক হবে আজকের বৈঠকে। গত বৈঠকেই অনির্দিষ্টকালের বনধ শিথিলের দাবি তুলেছিল অন্য দলগুলি। এ নিয়ে মোর্চার ওপর চাপ ছিল। তবে চাপ উপেক্ষা করেই বিমল গুরুংরা জানিয়ে দিয়েছিলেন, বনধ চলবে।

Updated By: Jul 6, 2017, 10:17 AM IST
পাহাড়ে আজ মোর্চার ডাকে ফের সর্বদল বৈঠক

ওয়েব ডেস্ক : পাহাড়ে আজ মোর্চার ডাকে ফের সর্বদল বৈঠক।  পাহাড়ের আন্দোলন কোন পথে যায়, তারই রূপরেখা ঠিক হবে আজকের বৈঠকে। গত বৈঠকেই অনির্দিষ্টকালের বনধ শিথিলের দাবি তুলেছিল অন্য দলগুলি। এ নিয়ে মোর্চার ওপর চাপ ছিল। তবে চাপ উপেক্ষা করেই বিমল গুরুংরা জানিয়ে দিয়েছিলেন, বনধ চলবে।

একদিনে বনধ শিথিলের দাবি আরও জোরালো হয়েছে। রসদে টান। তাই অন্য রাজনৈতিক দলগুলিও বনধ শিথিলের দাবিকে জোরালো করেছে। এই পরিস্থিতিতে কীভাবে  তা সামাল দেন গুরুংরা, সেদিকেই তাকিয়ে পাহারবাসী। এরই মধ্যে GNLF-এর উত্থান ভাবাচ্ছে মোর্চাকে।  গোর্খাল্যান্ড নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করুক জিএনএলএফ।  মঙ্গলবারই এই মন্তব্য করেছিলেন মোর্চা সভাপতি বিমল গুরুং।  

এরপরই বুধবার পাহাড়ে মিছিল করে GNLF।  মিছিলের নেতৃত্বে ছিলেন সুবাস ঘিসিংয়ের ছেলে মোহন ঘিসিং। আজকের সর্বদল বৈঠক তাই খুবই তাত্পর্যপূর্ণ। আন্দোলনের রাশ কোন দিকে থাকে, সেদিকেই নজর সকলের।

আরও পড়ুন, ৫ দিন পর বাদুড়িয়া স্বাভাবিক ছন্দে ফিরলেও, থমথমে বসিরহাট

.