ভাইফোঁটার আনন্দেও বৃষ্টির কাঁটা বহাল, জানাল আবহাওয়া দফতর

Updated By: Oct 21, 2017, 08:44 AM IST
ভাইফোঁটার আনন্দেও বৃষ্টির কাঁটা বহাল, জানাল আবহাওয়া দফতর
ছবিটি প্রতীকী

নিজেস্ব প্রতিবেদন : ভাইফোঁটার আনন্দে বৃষ্টির কাঁটা বহাল। সকালে ভুগতেই হচ্ছে বৃষ্টির প্রকোপে। সকাল ১০টা পর্যন্ত কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে দুপুরের পর থেকে নিম্নচাপ কাটতে থাকবে, বৃষ্টির বেগ কমবে। বিকেল নাগাদ কলকাতার পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা।

আরও পড়ুন- শনিবার আরও বৃষ্টি, ম্যাপ দেখে বুঝে নিন আবহাওয়ার হালচাল

নিম্নচাপ এই মুহূর্তে অবস্থান করছে বাঁকুড়া, মুর্শিদাবাদের ওপর। যার জেরে আগামিকাল সকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এই দুটি জেলায়। এছাড়াও উত্তর ২৪ পরগনা, নদিয়া, বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। নিম্নচাপ ক্রমশ উত্তর পূর্ব দিকে সরছে। এরপর বাংলাদেশ হয়ে অসম-মেঘালয়ের দিকে চলে যাবে। রাজ্যে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বাঁকুড়ায় ১৬৮ মিলিমিটার। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে প্রায় ৬১.৮ মিলিমিটার। আজ সারাদিনই আকাশ মেঘলা থাকবে, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।

.