পঞ্চায়েত নির্বাচনের আগেই ঘর গুছোতে উত্তর ২৪ পরগনায় ময়দানে তৃণমূল

Updated By: Jul 30, 2017, 12:16 PM IST
পঞ্চায়েত নির্বাচনের আগেই ঘর গুছোতে উত্তর ২৪ পরগনায় ময়দানে তৃণমূল

ওয়েব ডেস্ক : গেরুয়া সংগঠনের বিস্তার উদ্বেগ বাড়াচ্ছে শাসক তৃণমূলের। তাই পঞ্চায়েত নির্বাচনের আগেই ঘর গুছোতে ময়দানে তৃণমূল।  দলের সংগঠন মজবুত করতে সক্রিয় উত্তর ২৪ পরগনা জেলা সংগঠন। সময় নষ্ট না করে  বাড়ি বাড়ি গত  ছয় বছরের উন্নয়নের খতিয়ান তুলে দেবেন দলের কর্মীরা। 

দলীয় বৈঠকে স্থির হয়েছে, উন্নয়নের খতিয়ান নিয়ে তৈরি করা বিশেষ প্রচার পুস্তিকা পৌছে দেওয়া হবে উত্তর ২৪ পরগনার প্রতিটি ঘরে ঘরে। আজই এনিয়ে বসছে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের বৈঠক। জ্যোতিপ্রিয় মল্লিক,অমিত মিত্র, ব্রাত্য বসু তিন মন্ত্রীকেই দেওয়া হয়েছে কাজ পরিচালনার দায়িত্ব। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হুঙ্কার, উত্তর ২৪ পরগনায় একটা ভোটও পাবে না বিজেপি।

আরও পড়ুন, কন্যাশ্রী দিবসের দিনেই নাবালিকার বিয়ে রুখল প্রশাসন

.