ব্রহ্মাণ্ডের অন্য রূপ চেনাবে এই দুটি ভিডিও

ব্রহ্মাণ্ড সত্যিই অদ্ভুত। আর আরও অদ্ভুত তার কার্য প্রণালী। খুব ভাল করে লক্ষ্য করলে মনে হয় এই গোটা বিষয়টার মধ্যে কোথাও একটা 'মিরাকেল' রয়েছে।

Updated By: Oct 24, 2016, 01:47 PM IST
ব্রহ্মাণ্ডের অন্য রূপ চেনাবে এই দুটি ভিডিও

ওয়েব ডেস্ক: ব্রহ্মাণ্ড সত্যিই অদ্ভুত। আর আরও অদ্ভুত তার কার্য প্রণালী। খুব ভাল করে লক্ষ্য করলে মনে হয় এই গোটা বিষয়টার মধ্যে কোথাও একটা 'মিরাকেল' রয়েছে।

মঙ্গলবার 'দ্য প্লানেটরি সোসাইটি' দু'টি ভিডিও প্রকাশ করেছে। এই ভিডিও দুটি দেখলেই পরিষ্কার হয়ে যায় যে কোথাও কোন 'মিরাকেল' নেই। এই দুটি ভিডিওই জাপানের কাগুয়া লুনার অরবিটের (অক্টোবর,২০০৮) মাধ্যমে পাওয়া গিয়েছে।

আরও পড়ুন- মহাকাশের নতুন দেশের নাগরিক হবেন নাকি?

জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা গত সপ্তাহেই মহাকাশে তোলা বিভিন্ন প্রাথমিক ছবি প্রকাশ করেছে। হাই রেজোলিউশনের এই ভিডিও দুটি আপনাকে অবাক করবে। দেখুন ভিডিও দুটি-

 

 

.