হঠাতই খুশির হাওয়া পাল্টে গেল হিংসায়, বাংলাদেশি ছিটমহলে হামলা, লুঠ দুষ্কৃতিদের

সীমান্ত চুক্তি নিয়ে খুশির হাওয়ার মধ্যেই বাংলাদেশি ছিটমহলে হামলার ঘটনা ঘটল।

Updated By: Jun 8, 2015, 11:09 AM IST
হঠাতই খুশির হাওয়া পাল্টে গেল হিংসায়, বাংলাদেশি ছিটমহলে হামলা, লুঠ দুষ্কৃতিদের

ওয়েব ডেস্ক: সীমান্ত চুক্তি নিয়ে খুশির হাওয়ার মধ্যেই বাংলাদেশি ছিটমহলে হামলার ঘটনা ঘটল।

গতরাতে দক্ষিণ মশালডাঙা গ্রামে শুকুর আলি নামে এক ব্যক্তির বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। বাড়ির টিভি এবং সাইকেলও লুঠ করে নিয়ে যায় তারা। গতকাল বিকেলে মিছিল করা নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এরপর রাতেই এই হামলার ঘটনা ঘটে।

ঢাকায় মোদি-হাসিনার উপস্থিতিতে ৪১ বছরের জট কেটেছে ভারত-বাংলাদেশ ছিটমহল চুক্তি। দু’দেশের প্রধানমন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে শনিবার স্বাক্ষরিত হয় চুক্তি।

এই চুক্তির ফলে, বাংলাদেশে থাকা ভারতের ১১১টি ছিট মহলের ৩৭ হাজার ৩৬৯ জন মানুষ বাংলাদেশের নাগরিকত্ব এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি ছিট মহলের ১৪ হাজার ২১১ জন মানুষ ভারতীয় নাগরিকত্বের সুবিধা পেল।

.