বাংলাদেশে পদদলিত হয়ে মৃত্যু ২৫, আহত শতাধিক

বাংলাদেশে জাকাতের কাপড় নিতে গিয়ে হুড়োহুড়িতে পদদলিত হয়ে মৃত্যু ২২ জনের। আহত শতাধিক। পুলিসের জানিয়েছে, এখনও পর্যন্ত ২২ জন দেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে মর্গে পাঠানো হয়েছে। মৃতর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিস।

Updated By: Jul 11, 2015, 12:02 AM IST
বাংলাদেশে পদদলিত হয়ে মৃত্যু ২৫, আহত শতাধিক

ওয়েব ডেস্ক: বাংলাদেশে জাকাতের কাপড় নিতে গিয়ে হুড়োহুড়িতে পদদলিত হয়ে মৃত্যু ২২ জনের। আহত শতাধিক। পুলিসের জানিয়েছে, এখনও পর্যন্ত ২২ জন দেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে মর্গে পাঠানো হয়েছে। মৃতর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিস।

 আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে শহরের অতুল চক্রবর্তী সড়কে এ ঘটনা ঘটে। পুলিসের দাবি, সকালে এলাকার ব্যবসায়ী ও নুরানি জর্দা ফ্যাক্টরির মালিক শামীম তালুকদারের বাড়িতে জাকাতের কাপড় দেওয়ার কথা ছিল। কিন্তু জাকাতের কাপড় কখন দেওয়া হবে তা জানানো হয়নি।

এ কারণে সকাল থেকেই সেখানে দুস্থ মানুষের ভিড় জমতে থাকে। অতিরিক্ত মানুষের চাপ ঠেকাতে একপর্যায়ে ওই বাড়ির প্রবেশ ফটক খুলে দেওয়া হয়। এ সময় সরু গলির মধ্যে মানুষের হুড়োহুড়ি করে ঢুকতে গিয়ে পদদলিত হওয়ার ঘটনা ঘটে। তাঁদের মধ্যে ২১ জন নারী ও একজন শিশু। প্রায় ৩০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে পুলিস।

.