মিশরের গির্জায় বিস্ফোরণ, মৃত কমপক্ষে ২১, আহত ৫০

প্রার্থনার জন্য গির্জায় সমবেত হয়েছিলেন সবাই। সেই সময়ই ঘটে বিস্ফোরণটি। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর অনুযায়ী, বিস্ফোরণের ফলে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২১ জন। আহত ৫০। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

Updated By: Apr 9, 2017, 03:49 PM IST
মিশরের গির্জায় বিস্ফোরণ, মৃত কমপক্ষে ২১, আহত ৫০

ওয়েব ডেস্ক : প্রার্থনার জন্য গির্জায় সমবেত হয়েছিলেন সবাই। সেই সময়ই ঘটে বিস্ফোরণটি। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর অনুযায়ী, বিস্ফোরণের ফলে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২১ জন। আহত ৫০। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

রাজধানী কায়রো থেকে ১২০ কিলোমিটার দূরে নীলনদের তীরবর্তী তান্তা শহরে অবস্থিত গির্জাটি। এখনও পর্যন্ত কোনও সংগঠনই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, বিস্ফোরক ভর্তি একটি ব্যাগ প্রার্থনাকক্ষে কেউ রেখে যায়।

এদিকে, এক সপ্তাহ বাদেই ইস্টার পরব। পাশাপাশি, এই মাসেই মিশর সফরে যাচ্ছেন পোপ ফ্রান্সিস।

আরও পড়ুন, ভারতীয় দূতাবাসের ১০০ মিটার দূরত্বে সুইডেনে ট্রাক হামলা, মৃত ৩

.