মোর্চাকে হঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

ধ্বংস নয়, উন্নয়নের রাজনীতি করুন। নাম না করে মোর্চাকে হঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিমল গুরুংদের উদ্দেশ্যে তাঁর কটাক্ষ, আগুন জ্বালানোর আগে মনে রাখতে হবে তা গড়তে অনেক সময় লাগে।পাঁচ দিনের উত্তরবঙ্গ সফরে আজই শিলিগুড়িতে পৌছেছেন মুখ্যমন্ত্রী। পাহাড় জ্বলছে। পুড়ছে সরকারি বাংলো।রাস্তা কেটে পাহাড় অচল। দিনের পর দিন বনধ।

Updated By: Jan 21, 2016, 11:24 PM IST
মোর্চাকে হঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

ওয়েব ডেস্ক: ধ্বংস নয়, উন্নয়নের রাজনীতি করুন। নাম না করে মোর্চাকে হঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিমল গুরুংদের উদ্দেশ্যে তাঁর কটাক্ষ, আগুন জ্বালানোর আগে মনে রাখতে হবে তা গড়তে অনেক সময় লাগে।পাঁচ দিনের উত্তরবঙ্গ সফরে আজই শিলিগুড়িতে পৌছেছেন মুখ্যমন্ত্রী। পাহাড় জ্বলছে। পুড়ছে সরকারি বাংলো।রাস্তা কেটে পাহাড় অচল। দিনের পর দিন বনধ।
দার্জিলিংয়ের নাম উঠলে একটা সময়ে চোখের সামনে ভেসে উঠত এছবি।
গত একবছরে অনেকটাই বদলেছে পরিস্থিতি। কখনও বাহিনী নামিয়ে, কখনও কঠোর পদক্ষেপ করে পাহাড় এখন অনেকটাই  প্রশাসনের নিয়ন্ত্রণে। কিন্তু, তারপরও সাবধানী মুখ্যমন্ত্রী। পাহাড়ে ওঠার আগেই নাম না করে বিমল গুরুংদের হঁশিয়ারি দিয়ে রাখেন মুখ্যমন্ত্রী। ৫দিন সফরে পাহাড়ে মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সকালে শিলিগুড়িতে সাফারি পার্কের উদ্বোধন করেই সোজা পাহাড়ের পথে। আগামী ৪দিন কিছু সরকারি কর্মসূচি রয়েছে ঠিকই। কিন্তু, আসল লক্ষ্য দলীয় সংগঠন মজবুত করা। বিগত কয়েকটি ভোটে  শিলিগুড়িতে ভালো ফল করেনি তৃণমূল। উল্টে, ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করেছে বামেরা। পাহাড়ে গুরুংদের দাপট কমলেও, এখনও জেতার মতো জায়গায় পৌছয়নি তৃণমূল। হরকাকে সামনে রেখে পাহাড়ে কিছুটা দাঁত ফোটানো যায় কিনা, এবারের সফরে এটাও লক্ষ্য মুখ্যমন্ত্রীর। পাহাড়ে দায়িত্বে অরূপ বিশ্বাস। অভিষেক-পার্থ-মুকুলদের নিয়ে এসে সংগঠন কিছুটা চাঙ্গা করার চেষ্টা শুরু হয়েছে। কতটা সফল হলে উদ্দেশ্যে?

.