রাজনৈতিক সংঘর্ষে ১ তৃণমূল কর্মীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা মালদার কালিয়াচকে

রাজনৈতিক সংঘর্ষে ১ তৃণমূল কর্মীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ায় মালদার কালিয়াচকের মোথাবাড়ি ফাঁড়ি এলাকায়। এলাকার দখল নিয়ে ঘটনার সূত্রপাত। এরপরই নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়েন কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা। খানিকক্ষণ পরে তা হাতাহাতিতে পরিণত হয়। এরপর ২ দলের মধ্যে সংঘর্ষ বেধে যায়। আর তাতেই গুরুতর আঘাত পান তৃণমূল কর্মী সেন্টু শেখ।

Updated By: Nov 25, 2016, 09:10 AM IST
রাজনৈতিক সংঘর্ষে ১ তৃণমূল কর্মীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা মালদার কালিয়াচকে

ওয়েব ডেস্ক: রাজনৈতিক সংঘর্ষে ১ তৃণমূল কর্মীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ায় মালদার কালিয়াচকের মোথাবাড়ি ফাঁড়ি এলাকায়। এলাকার দখল নিয়ে ঘটনার সূত্রপাত। এরপরই নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়েন কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা। খানিকক্ষণ পরে তা হাতাহাতিতে পরিণত হয়। এরপর ২ দলের মধ্যে সংঘর্ষ বেধে যায়। আর তাতেই গুরুতর আঘাত পান তৃণমূল কর্মী সেন্টু শেখ।

আরও পড়ুন নেশার টাকা না দেওয়ায় বাবাকে খুন করল ছেলে!

পরে হাসপাতালে নিয়ে গেলে, তাঁর মৃত্যু হয়। দলীয় কর্মীর মৃত্যুর জন্য কংগ্রেসকেই দায়ী করেছেন স্থানীয় তৃণমূল নেতারা। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

আরও পড়ুন  কী করে মাঝ গঙ্গায তলিয়ে গেল রৌণক সাহা?

.