টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ

Updated By: Oct 13, 2016, 09:32 AM IST
টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ

ওয়েব ডেস্ক: টানা বৃষ্টিতে ঘোরাল হচ্ছে উত্তরবঙ্গের পরিস্থিতি। জল বাড়ছে তিস্তা, জলঢাকা, ঘীস নদীতে। গজলডোবায় তিস্তার বেশ কয়েকটি লক গেট খুলে দেওয়া হয়েছে। নিচু এলাকায় জল জমে যাওয়ায় দুর্ভোগে ঘীস বস্তির বাসিন্দারা। জল জমছে শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ির নিচু এলাকায়। গরুবাথানে গতকাল ধস নামায় দার্জিলিং এবং সিকিমমুখী বিভিন্ন গাড়ি ঝান্ডি দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। তবে আজ ধস সরিয়ে গাড়ি চলাচল শুরু হয়েছে। 

 

আরও পড়ুন- ১০ নম্বর জাতীয় সড়কে ধস; বিপর্যস্ত সিকিম-শিলিগুড়ি সড়ক যোগাযোগ ব্যবস্থা

বৃষ্টিতে ধসের জেরে সিকিম-শিলিগুড়ি সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত। শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার পথে কালিঝোরার কাছে ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামে। ধসের ফলে বিস্তির্ণ এলাকার রাস্তা ভেঙে গিয়েছে। এরফলে ওই রাস্তা দিয়ে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই কাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা টিম। পাহাড়ে আটকে পড়েছে বহু পর্যটকই।

.