১০ নম্বর জাতীয় সড়কে ধস; বিপর্যস্ত সিকিম-শিলিগুড়ি সড়ক যোগাযোগ ব্যবস্থা

পুজোর মরসুমে সিকিম বেড়াতে গিয়ে দুর্ভোগে পর্যটকরা। টানা বৃষ্টিতে ধসের জেরে সিকিম-শিলিগুড়ি সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত। শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার পথে কালিঝোরার কাছে ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামে। ধসের ফলে বিস্তির্ণ এলাকার রাস্তা ভেঙে গিয়েছে। এরফলে ওই রাস্তা দিয়ে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই কাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা টিম। পাহাড়ে আটকে পড়েছে বহু পর্যটকই।

Updated By: Oct 12, 2016, 11:40 PM IST
১০ নম্বর জাতীয় সড়কে ধস; বিপর্যস্ত সিকিম-শিলিগুড়ি সড়ক যোগাযোগ ব্যবস্থা
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : পুজোর মরসুমে সিকিম বেড়াতে গিয়ে দুর্ভোগে পর্যটকরা। টানা বৃষ্টিতে ধসের জেরে সিকিম-শিলিগুড়ি সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত। শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার পথে কালিঝোরার কাছে ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামে। ধসের ফলে বিস্তির্ণ এলাকার রাস্তা ভেঙে গিয়েছে। এরফলে ওই রাস্তা দিয়ে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই কাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা টিম। পাহাড়ে আটকে পড়েছে বহু পর্যটকই।

আরও পড়ুন- দুর্গাপুজোর চমককেই এবার পর্যটনের ইউএসপি করতে চাইছে রাজ্য সরকার

তবে ধস এড়িয়ে সিকিম যাওয়ার বিকল্প রাস্তাও আছে। কালিম্পং থেকে লাভা হয়ে  গরুবাথান সেখানথেকে ওদলাবাড়ি হয়ে সিকিম যাওয়া যেতে পারে। টানা বৃষ্টির জেরে ব্যাহত হচ্ছে রাস্তা সারাইয়ের কাজ। 

.