তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ

ফের এক তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে হুমকি ও দাদাগিরির অভিযোগ। অভিযুক্ত নেতার নাম রহমত আলি। খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য।  ইনজাঙ্কশন জারি থাকা সত্ত্বেও প্রভাব খাটিয়ে অন্যের জমির ওপর দিয়ে জোর করে বিদ্যুতের তার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ওই নেতার বিরুদ্ধে।

Updated By: Aug 28, 2016, 09:52 AM IST
তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : ফের এক তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে হুমকি ও দাদাগিরির অভিযোগ। অভিযুক্ত নেতার নাম রহমত আলি। খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য।  ইনজাঙ্কশন জারি থাকা সত্ত্বেও প্রভাব খাটিয়ে অন্যের জমির ওপর দিয়ে জোর করে বিদ্যুতের তার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ওই নেতার বিরুদ্ধে।

আরও পড়ুন- বাম নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গুলি

ঘটনাটি খানাকুলের অনন্ত নগরের। অভিযোগ, বিরোধী দলনেতা আবদুল মান্নানের ভাই আবদুল রহিম মান্নানের জায়গার ওপর দিয়েই এই লাইন নিয়ে গেছেন ওই তৃণমূল নেতা। গোটা ঘটনা জানিয়ে খানাকুল থানায় অভিযোগ দায়ের করেছেন আবদুল রহিম। অভিযুক্ত নেতাকে আটকও করেছে পুলিস।  কংগ্রেস নেতা আবদুল মান্নানের অভিযোগ শাসক দলের প্রভাব খাটিয়েই অনৈতিক কাজ চালাচ্ছেন ওই তৃণমূল নেতা।

.