ভোট-পরবর্তী হিংসায় প্রাণ গেল দুই সিপিআইএম কর্মীর, অভিযোগের তির তৃণমূলের দিকে

রক্ত ঝরছে। প্রাণ ঝরছে। চতুর্থ দফা ভোটের দিনই মুর্শিদাবাদের ডোমকলে হিংসার বলি হন এক সিপিএম কর্মী। শিরোপাড়ার হরিডোবা গ্রামের তহিদুল ইসলামকে বোমা মেরে, কুপিয়ে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আর আজ ভোট-পরবর্তী হিংসায় প্রাণ গেল খণ্ডঘোষের দুই সিপিএম কর্মী শেখ ফজল হক ও দুখীরাম ডালের। অভিযোগের তির তৃণমূলের দিকে। গতকাল ভোট দিতে আসেন সিপিএম কর্মী তহিদুল। অভিযোগ, বুথ থেকেই টেনেহিঁচড়ে বাইরে নিয়ে যাওয়া হয় তাঁকে। তারপর মাঠে পড়ে থাকতে দেখা যায় সিপিএম কর্মী তহিদুলের ক্ষতবিক্ষত দেহ। তৃণমূল দাবি করে, কংগ্রেস-সিপিএমের গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই ওরা খুন হয়েছে।  

Updated By: Apr 22, 2016, 08:53 AM IST
ভোট-পরবর্তী হিংসায় প্রাণ গেল দুই সিপিআইএম কর্মীর, অভিযোগের তির তৃণমূলের দিকে

ওয়েব ডেস্ক: রক্ত ঝরছে। প্রাণ ঝরছে। চতুর্থ দফা ভোটের দিনই মুর্শিদাবাদের ডোমকলে হিংসার বলি হন এক সিপিএম কর্মী। শিরোপাড়ার হরিডোবা গ্রামের তহিদুল ইসলামকে বোমা মেরে, কুপিয়ে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আর আজ ভোট-পরবর্তী হিংসায় প্রাণ গেল খণ্ডঘোষের দুই সিপিএম কর্মী শেখ ফজল হক ও দুখীরাম ডালের। অভিযোগের তির তৃণমূলের দিকে। গতকাল ভোট দিতে আসেন সিপিএম কর্মী তহিদুল। অভিযোগ, বুথ থেকেই টেনেহিঁচড়ে বাইরে নিয়ে যাওয়া হয় তাঁকে। তারপর মাঠে পড়ে থাকতে দেখা যায় সিপিএম কর্মী তহিদুলের ক্ষতবিক্ষত দেহ। তৃণমূল দাবি করে, কংগ্রেস-সিপিএমের গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই ওরা খুন হয়েছে।  

অভিযোগ-পাল্টা অভিযোগে দিনভর শিরোনামে ডোমকল।

ভোট-পরবর্তী হিংসায় প্রাণ গেল দুই সিপিএম কর্মীর। ভোট মিটতে না মিটতেই উত্তপ্ত হয়ে ওঠে বর্ধমানের খণ্ডঘোষ। গতকাল রাতে লোদনা গ্রামে সিপিএম কর্মীদের উপর তৃণমূল কর্মী-সমর্থকরা ব্যাপক হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় মৃত্যু হল শেখ ফজল হক ও দুখীরাম ডালের। গুরুতর জখম অবস্থায় রাতেই তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। আজ সকালে তাঁদের মৃত্যু হয়। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন সিপিএম সমর্থক। তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

 

.