প্রকাশিত হল NEET ২০১৯ এর ফল, দেশে প্রথম রাজস্থানের নলিন

এবছর NEET পরীক্ষা হয়েছিল ৫ এবং ২০ মে।

Updated By: Jun 5, 2019, 04:39 PM IST
প্রকাশিত হল NEET ২০১৯ এর ফল, দেশে প্রথম রাজস্থানের নলিন

নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত হল National Eligibility cum Entrance Test বা NEET মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষার ফল। ন্যাশনাল টেস্টিং এজেন্সি আয়োজিত এই প্রবেশিকা পরীক্ষা। পরীক্ষায় দেশে প্রথম হয়েছে রাজস্থানের নলিন খান্ডেলিয়া। NEET ২০১৯-এর রেজাল্ট দেখা যাবে ntaneet.nic.in এবং 

mcc.nic.in -এ।

এবছর NEET পরীক্ষা হয়েছিল ৫ এবং ২০ মে। ৫ মে ফনি আক্রান্ত ওড়িশায় পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেননি। তাঁদের জন্য ২০ মে পরীক্ষার ব্যবস্থা করে NTA. এছাড়া কেরালায় ট্রেন-বিপাকে ৫ মে পরীক্ষা দিতে না পারা পরীক্ষার্থীদেরও পরীক্ষার ব্যবস্থা করা হয় ২০ মে। 

দেখে নিন কীভাবে দেখবেন NEET ২০১৯ এর রেজাল্ট-
১. ntaneet.nic.in এবং mcc.nic.in ওয়েবসাইটে যান।
২. ক্লিক করুন NEET Result 2019 লেখা ট্যাবে। 
৩. প্রয়োজনীয় তথ্য প্রদান করুন।
৪. রেজাল্ট দেখুন। পাবেন ডাউনলোড এবং প্রিন্ট করার অপশনও।
পরবর্তী পর্যায়ে কাউন্সেলিংয়ের দিন ঘোষণা করবে NTA.

.