সপ্তমীতে বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা, 'উড়ি উড়ি যায়' গানে নজর কাড়লেন রচনা

মহাসপ্তমীতে বন্ধুদের সঙ্গে আড্ডায় মজলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।

Updated By: Oct 23, 2020, 09:12 PM IST
সপ্তমীতে বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা, 'উড়ি উড়ি যায়' গানে নজর কাড়লেন রচনা

নিজস্ব প্রতিবেদন : এবার পুজোটা অন্যরকম। তবে পুজোয় বাঙালি আনন্দ করবে না তা কি হয়? করোনা আবহের মধ্যেও সাবধানতা অবলম্বন করেই আনন্দ খুঁজে নিচ্ছেন বাঙালিরা। প্যান্ডেল হপিং নাইবা হল, একসঙ্গে কয়েকজন বসে গান, আড্ডা তো হতেই পারে। মহাসপ্তমীতে বন্ধুদের সঙ্গে আড্ডায় মজলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।

সপ্তমীর দিন একটি পুজো মণ্ডপের সামনে বসে জমিয়ে আড্ডা দেওয়ার পাশাপাশি 'উড়ি উড়ি যায়' গানের সঙ্গে অঙ্গভঙ্গি ও চোখের ইশারায় নেট দুনিয়ায় ঝড় তুললেন রচনা। ভিডিয়োটি পোস্ট করে রচনা ক্যাপশনে লিখেছেন, ''সপ্তমীতে বন্ধুদের সঙ্গে আড্ডা''।

আরও পড়ুন-'রানি লক্ষ্মীবাঈ', 'বীর সাভারকর'এর সঙ্গে নিজেকে তুলনা! নেটিজেনরা বলছেন 'চুপ কর কঙ্গনা'

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Saptami Adda with Friends!! #durgapuja2020 #igdurgapujo #mypujoreel

A post shared by Rachna Banerjee (@rachnabanerjee) on

আরও পড়ুন-দুর্গাপুজো সেলিব্রেশনের ছবি শেয়ার করলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়

অভিনত্রী রচনা বন্দ্যোপাধ্যায় অবশ্য এমনিতেই সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। মাঝে মধ্যেই তাঁকে নানান কিছু পোস্ট করতে দেখা যায়। রচনার পোস্ট করা তাঁর জন্মদিনের থিমপার্টির ছবিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছিল। আবার বৃহস্পতিবার 'আরবানা' কমপ্লেক্সের পুজোর ছবিও পোস্ট করেছিলেন অভিনেত্রী। এবার পোস্ট করলেন পুজোর আড্ডার ভিডিয়ো।

.