মেয়ে নীতারার আবদার মেটাতে বিভিন্ন মুখভঙ্গি করে দেখালেন অক্ষয়, দেখুন সেই ভিডিও

Updated By: Sep 9, 2017, 03:11 PM IST
মেয়ে নীতারার আবদার মেটাতে বিভিন্ন মুখভঙ্গি করে দেখালেন অক্ষয়, দেখুন সেই ভিডিও

৯ সেপ্টেম্বর, শনিবার ৫০তম জন্মদিন সেলিব্রেট করছেন অক্ষয় কুমার। কীভাবে কত মিনিট, কত ঘণ্টা, কত দিন, মাস, বছর পার করে তিনি ৫০-এ এসেছেন, তা নিজেই বেশ মজাদার ভাবে টুইটারে শেয়ার করেছেন অক্ষয়।  তবে বয়স ‌যতই বাড়ুক না কেন আক্কি দিনে দিনে আরও বেশি ইয়াং, স্মার্ট ও হট হয়ে উঠছেন এমনটাই মনে করেন টুইঙ্কল।  

তিনি বলিউড সুপারস্টার, তবে যতই সুপারস্টার হন না কেন, অক্ষয় একজন ফ্যামিলি ম্যানও বটে।  হাজারও ব্যস্ততার মধ্যেও সময় দেন স্ত্রী টুইঙ্কল, ছেলে আরব ও মেয়ে নীতারাকে। আর মাঝে মাঝেই সেসব ছবি সোশ্যাল সাইটে শেয়ার করেন টুইঙ্কল।  কিছুদিন আগেই ছেলে আরবকে নিয়ে অক্ষয়ের রান্না করার ছবি টুইটারে শেয়ার করেছিলেন মিসেস ফানি বোনস। আবার জন্মদিনে মেয়ে নীতারার সঙ্গে অক্ষয়ের সময় কাটানোর ছবিও পোস্ট করেছেন তিনি। 

এদিন ছোট্ট নীতারার কথা মতই বিভিন্ন মুখভঙ্গি করে দেখালেন অক্ষয়। 

 

শোনা ‌যাচ্ছে অক্ষয় নাকি সুইজারল্যান্ডে নীতারাকে নিয়ে ছুটি কাটাতেও ‌যাবেন।  নীতারার স্নো ফল দেখার আবদার মেটাতেই সেখানে ‌অক্ষয় সেখানে ‌যাচ্ছেন বলে খবর।

আরও পড়ুন- হাফ সেঞ্চুরি হাঁকালেন বলিউডের খিলাড়ি, শুভেচ্ছা বার্তায় কে কী বললেন?

.