নওয়াজের পর কোয়ারেন্টিনে পাঠান হল অভিনেত্রী পূজা বেদীকে

নিজেই শেয়ার করেন ছবি 

Edited By: জয়িতা বসু | Updated By: May 18, 2020, 03:58 PM IST
নওয়াজের পর কোয়ারেন্টিনে পাঠান হল অভিনেত্রী পূজা বেদীকে

নিজস্ব প্রতিবেদন : ​গোয়া থেকে মুম্বইতে ফেরার পরই তাঁর হাতে কোয়ারেন্টিনের ছাপ মেরে দেওয়া হয়। তবে যেভাবে সুরক্ষার জন্য কোভিড ১৯-এর পরীক্ষা করে তবেই আন্তঃরাজ্য সীমান্ত থেকে ছাড়া হচ্ছে এবং কোয়ারেন্টিনের ছাপ দেওয়া হচ্ছে হাতে, তা অত্যন্ত পরিকল্পিতভাবে। গোয়া থেকে ফিরে এমনই মন্তব্য করেন অভিনেত্রী আলায়া এফ-এর অভিনেত্রী মা পূজা বেদী। 

 

সম্প্রতি আলায়া জানান, মানেক কন্ট্রাক্টরের সঙ্গে আংটি বদলের পর এখন তাঁর মা বিয়ের তোড়জোড় করছেন।  সেই কারণে তাঁরা বেশিরভাগ সময় গোয়াতেই কাটাচ্ছেন।  এমনকী, সম্প্রতি পূজার ৫০-এর জন্মদিনও গোয়াতেই কাটানো হয়। তবে ১৭ মে তৃতীয় দফার লকডাউন শেষ হয়ে চতুর্থ দফার ঘোষণার পর গোয়া থেকে অনুমতি নিয়ে মুম্বইতে ফেরেন পূজা বেদী এবং মানেক কন্ট্রাক্টর।

মুম্বইতে ফেরার পরই পূজার হাতে হোম কোয়ারেন্টিনের ছাপ দিয়ে দেওয়া হয়।  নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই ছবি শেয়ারও করেন পূজা বেদী। 

.