'১২ বছর বয়সেই আত্মহত্যা করতে গিয়েছিলাম', কেন এমনটা লিখলেন আলিয়ার দিদি?
বয়স তখন মাত্র ১২। তখনই গভীর মানসিক অবসাদ তাঁকে চেপে বসেছিল। আর এই অবসাদ এতটাই ভয়ানক ছিল যে বহুবার আত্মহত্যার চেষ্টাও করেছিলেন তিনি। সম্প্রতি ভগ ম্যাগাজিনে অবসাদ নিয়ে এমনই একটি লম্বা লেখা লিখেছেন আলিয়া ভাটের দিদি তথা মহেশ ভাট ও সোনা রাজদানের বড় মেয়ে শাহিন ভাট।
নিজস্ব প্রতিবেদন: বয়স তখন মাত্র ১২। তখনই গভীর মানসিক অবসাদ তাঁকে চেপে বসেছিল। আর এই অবসাদ এতটাই ভয়ানক ছিল যে বহুবার আত্মহত্যার চেষ্টাও করেছিলেন তিনি। সম্প্রতি ভগ ম্যাগাজিনে অবসাদ নিয়ে এমনই একটি লম্বা লেখা লিখেছেন আলিয়া ভাটের দিদি তথা মহেশ ভাট ও সোনা রাজদানের বড় মেয়ে শাহিন ভাট।
শাহিন ভগ ম্যাগাজিনে লিখেছেন, '' আমি ১২ বছর বয়স থেকে গভীর অবসাদের মধ্যে ছিলাম। বহুবার আত্মহত্যা করতেও গেছি। ঘরের মধ্যেই মনে হত যেন বাঘের মত কিছু একটা আমায় গ্রাস করতে আসত। মনে হত ভয়ানক, অন্ধকারযুক্ত কোনও একটা ভবিষ্যৎ যেন আমার জন্য অপেক্ষা করা আছে। আমি সেই অন্ধকার ভবিষ্যৎ থেকেই পালিয়ে বাঁচতে চাইতাম। ''
আরও পড়ুন-ইচ্ছে হলেই বিয়ে করব, কারও কথা শুনব না, স্পষ্ট জানালেন আলিয়া
শাহিন জানিয়েছেন তিনি একবছর আগে সোশ্যাল সাইটেও তাঁর জীবনের ডিপ্রেশন কাটানো নিয়ে একটা লম্বা পোস্ট লিখেছেন।
শুধু তাই নয়, অবসাদ নিয়ে নিজের লেখায় সেলিব্রিটি সেফ অ্যান্থনি বারডেন ও ফ্যাশান ডিজাইনার কেট স্পেডের মৃত্যুর প্রসঙ্গও টেনে এনেছেন শাহিন ভাট। ভগ ম্যাগাজিনে শাহিনের লেখা ওই আর্টিক্যালের হেডলাইন ছিল '' It could have been me'' অর্থাৎ এই জায়গায় আমিও থাকতে পারতাম। শাহিন লিখেছেন ''বারডেনের মুত্যু খবর যেদিন শুনেছিলাম সেদিন কেঁদে ফেলেছিলাম। এটা ভেবে কষ্ট হয়েছিল ডিপ্রেশনের কাছে কেউ হেরে গেছে, মনে হয়েছিল ওই জায়গায় হয়ত আমিও থাকতে পারতাম।''
আরও পড়ুন- জীবনের প্রথম ইদ,হাতে শোয়েব ইব্রাহিমের নামের মেহেন্দি করলেন দীপিকা
এদিকে দিদি শাহিনের এই আর্টিক্যলটি সোশ্যাল সাইটে শেয়ার করেছেন খোদ আলিয়া ভাট। কোনওরকম অস্বস্তি না রেখে নিজের অবসাদ নিয়ে লেখার জন্য দিদি শাহিনের প্রশংসা করেছেন আলিয়া। মেয়ে শাহিনের লেখাটি শেয়ার করেছেন বাবা মহেশ ভাটও।
Shaheen you are brilliant! My sister has battled and lived with depression since she was 12. She speaks her heart out and without any hesitation addresses the giant elephant in the room - Mental health and the LACK of our understanding & acceptance! https://t.co/ih0PmzujYl
— Alia Bhatt (@aliaa08) June 14, 2018
She is made of ‘stars’. She shines in the dark night of the soul. This is young India . Shaheen Bhatt on the recent suicides: “It could have been me.” https://t.co/6OeiJUDsih via @vogueindia
— Mahesh Bhatt (@MaheshNBhatt) June 14, 2018
প্রসঙ্গত অভিনেত্রী দীপিকা পড়ুকোনও গত ২০১৫ সালে নিজের অবসাদ নিয়ে সোশ্যাল সাইটে শেয়ার করা একটি পোস্টে অ্যান্থনি বারডেন ও কেট স্পেডের প্রসঙ্গ টেনেছিলেন।