বিতর্কের মাঝেই পরিবারে নতুন সদস্য! ছবি শেয়ার করলেন আলিয়া

শাহিন ভাটের সঙ্গে দেখা যায় আলিয়াকে 

Edited By: জয়িতা বসু | Updated By: Jul 4, 2020, 06:45 PM IST
বিতর্কের মাঝেই পরিবারে নতুন সদস্য! ছবি শেয়ার করলেন আলিয়া
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন : ​সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডে স্বজনপোষণ নিয়ে সরব হচ্ছেন নেটিজেনদের একাংশ। স্বজনপোষণ বিতর্কে সোশ্যাল সাইটে ফলোয়ার কমতে শুরু করেছে করণ জোহর, আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা, সোনম কাপুরদের। ফলে সোশ্যাল সাইটে কমেন্ট অপশনকে সাইলেন্ট করে দিয়েছেন আলিয়া, করিনারা। 

আরও পড়ুন : সুশান্তের মৃত্য়ুর পর করণ জোহর, আদিত্য চোপড়াদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কঙ্গনার 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

এসবে মধ্যেই এবার পরিবারে নতুন সদস্য হাজির হয়েছে বলে জানান আলিয়া ভাট। নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটিছবি শেয়ার করেন আলিয়া। যেখানে দিদি শাহিন ভাট এবং তাঁদের পোষ্য জুনিপারের সঙ্গে ছবি শেয়ার করেন 'রাজি' অভিনেত্রী। জুনিপারকেই তাঁদের পরিবারের নতুন সদস্য বলে তকমা দেন আলিয়া।

আরও পড়ুন : সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশার গর্ভে ছিল সূরজ পাঞ্চোলির সন্তান? শোরগোল

এদিকে সুশান্তের মৃত্যুর পর মহেশ ভাটের পরবর্তী ছবি সড়ক টু-এর পোস্টার সামনে আসে। যে পোস্টার প্রকাশ্যে আসার পর মহেশ ভাট, আলিয়া ভাট-দের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে দায়ের করা হয় অভিযোগ।

.