'পুকার' ছবির শ্যুটিংয়ে অমিতাভ বচ্চনের সঙ্গে এই ছোট্ট মেয়েটি কে জানেন?

 তাঁর প্রশ্ন, ছবিতে এই বাচ্চা মেয়েটি কে জানেন?

Updated By: May 17, 2019, 04:26 PM IST
'পুকার' ছবির শ্যুটিংয়ে অমিতাভ বচ্চনের সঙ্গে এই ছোট্ট মেয়েটি কে জানেন?

নিজস্ব প্রতিবেদন: সালটা ১৯৮৩, 'পুকার' ছবির শ্যুটিং করছিলেন অমিতাভ। সেই 'পুকার' ছবির শ্যুটিংয়েরই একটু মুহূর্তে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন বিগ-বি। তাঁর প্রশ্ন, ছবিতে এই বাচ্চা মেয়েটি কে জানেন?

উত্তরটা অবশ্য নিজেই দিয়েছেন অমিতাভ বচ্চন। ছোট্ট শিশুটি ছিলেন করিনা কাপুর। 'পুকার' ছবিতে অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করছিলেন করিনার বাবা রণধীর কাপুর। ছবির শ্যুটিং হয়েছিল গোয়াতে। বাবা রণধীর কাপুরের সঙ্গেই ছোট্ট করিনা সেসময় শ্যুটিং সেটে হাজির হন। তাঁর পায়ে আঘাত লেগেছিল, তাই ওষুধ লাগিয়ে দেওয়া হচ্চিল বলে লিখেছেন অমিতাভ।

আরও পড়ুন-কখনও দেশি শাড়ি, কখনও বা ভিনটেজ লুক জ্যাকেটে কান মাতালেন কঙ্গনা

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

প্রসঙ্গত, করিনার সঙ্গে 'সত্যগ্রহ' ছবির শ্যুটিংয়ের সময় নিজের ব্লগে পুরনো একটি ঘটনা শেয়ার করেছিলেন অমিতাভ বচ্চন। সেখান থেকেই জানা যায়, 'পুকার' ছবির শ্যুটিংয়ের সময়ে রণধীর কাপুরকে মাটিতে ফেলে মারছিলেন অমিতাভ বচ্চন। যা দেখে ভয় পেয়ে বাবার কাছে দৌড়ে যান ছোট্ট করিনা, বাবাকে জড়িয়ে ধরেন। ছোট্ট কাপুর নন্দিনী ভেবেছিলেন অমিতাভ বচ্চন বদমাশ লোক, তাঁর বাবাকে মারছেন। ভয় পেয়ে যাওয়া করিনা চোখে ছিল জল। দৌড়ানোর সময়ন করিনার পায়ে কাদা লেগে যায়, চোট লাগে। তখন অমিতাভজী নিজেই বেবোর পায়ের কাদা ধুয়ে ওষুধ লাগিয়ে দেন। তখন করিনার বিশ্বাস হয় তিনি বদমাশ লোক নন। পুরনো সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিগ-বি।

পাশাপাশি 'ম্যায় আজাদ হুঁ' ছবির 'ইতনে বাজু ইতনে সর' গানের শ্যুটিয়েরও একটি পুরনো ছবি টুইটারে শেয়ার করেছেন অমিতাভ বচ্চন। যে গানটির শ্যুটিংও হয়েছিল গোয়াতে।  ছবিতে তাঁর পাশে দেখা যাচ্ছে অ্যাসিসটেন্ট DOP অর্থাৎ সহকারি ক্যামেরা পার্সনকে। বর্তমানে সেই একই ক্যামেরা পার্সনের সঙ্গেই 'চহেরে' ছবির শ্যুটিং করছেন বিগ-বি। পাশাপাশি সেই ছবিও শেয়ার করেছন তিনি। মজা করে লিখেছেন মানুষ একই, খালি মাথার চুলগুলো আর নেই।  

আরও পড়ুন-লুকোনোর চেষ্টা বৃথা, শ্রাবন্তী-রোশন মধুচন্দ্রিমা কাটাচ্ছেন এই দেশেই! ফাঁস হল ছবিতে...

প্রসঙ্গত অমিতাভ বচ্চন অভিনীত 'চহরে' ছবিটি মুক্তি পাবে আগামী বছর ফেব্রুয়ারি মাসে। 

আরও পড়ুন-তারকা নয়, ১৭ বছর পর গ্রামের বাড়িতে গিয়ে সাদামাটা ভাবেই ধরা দিলেন সুশান্ত সিং রাজপুত, দেখুন সমস্ত ছবি ও ভিডিয়ো

.