Ankita Lokhande on Sushant Singh Rajput: ‘সুশান্তের মৃত্যুর আসল কারণ জানি, কিন্তু...’ বিস্ফোরক দাবি অঙ্কিতার!

Sushant Singh Rajput Death:  কেউ কি তাঁকে খুন করেছে? তাঁর মৃত্যুর সঙ্গে কি সত্যিই ড্রাগের সম্পর্ক রয়েছে? মৃত্যুর তিন বছর কেটে গেলেও সুশান্তকে ঘিরে এই প্রশ্নগুলো এখনও ঘুরপাক খায়। সবাই জানতে চায় ঠিক কী কারণে এই চরম সিদ্ধান্ত নিয়েছিলেন সুশান্ত? এবার বিগ বসের ঘরে অঙ্কিতা দাবি করলেন যে তিনি জানেন ঠিক কী কারণে এই সিদ্ধান্ত নিয়েছিলেন সুশান্ত। 

Updated By: Nov 22, 2023, 07:12 PM IST
Ankita Lokhande on Sushant Singh Rajput: ‘সুশান্তের মৃত্যুর আসল কারণ জানি, কিন্তু...’ বিস্ফোরক দাবি অঙ্কিতার!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিগ বস সিজন ১৭-এ(Bigg Boss Season 17) কার্যত ঝড় তুলেছেন অঙ্কিতা লোখন্ডে(Ankita Lokhande)। অভিনেত্রীর সঙ্গে তাঁর স্বামী ভিকি জৈনও রয়েছেন সেই প্রতিযোগিতায়। কখনও স্বামীর সঙ্গে সমীকরণ ও কখনও প্রাক্তন প্রেমিক সুশান্ত সিং রাজপুতের(Sushant Singh Rajput) সঙ্গে তাঁর সম্পর্কের খবর বারংবার উঠে আসছে শিরোনামে। এবার ফের আরেকটি বোমা ফাটালেন অঙ্কিতা। সুশান্তের মৃত্যু ঘিরে যে রহস্য রয়েছে, সেই রহস্যের পিছনে আসল সত্যিটা তিনি জানেন বলে দাবি করেন অঙ্কিতা। সম্প্রতি তিনি সহ-প্রতিযোগী মুনাওয়ার ফারুকীকে বলেন যে সুশান্তের মৃত্যুর কারণ তিনি জানেন।

আরও পড়ুন- Dunki song Lutt Putt Gaya: ‘তোমার সুরের হাত ধরেই ফের প্রেমের কাছে ফেরা’, ‘ডাঙ্কি’র নয়া গান, অরিজিতে বুঁদ শাহরুখ

সুশান্ত কি সত্যিই অবসাদে ভুগছিলেন? তাঁর সেই সময়ের বান্ধবী রিয়া চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের কারণেই আপসেট ছিলেন তিনি? কেউ কি তাঁকে খুন করেছে? তাঁর মৃত্যুর সঙ্গে কি সত্যিই ড্রাগের সম্পর্ক রয়েছে? মৃত্যুর তিন বছর কেটে গেলেও সুশান্তকে ঘিরে এই প্রশ্নগুলো এখনও ঘুরপাক খায়। কেউ জানেনা ঠিক কি কারণে মৃত্যু হয়েছিল সুশান্ত সিং রাজপুতের। এখনও চলছে সিবিআই তদন্ত। এর মাঝেই বিগ বসের ঘরে সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা বললেন, তিনি জানেন ঠিক কী কারণে মৃত্যু হয় সুশান্তের।

মুনাওয়ার অঙ্কিতাকে জিগ্গেস করেন যে তিনি কি জানেন যে ঠিক কী কারণে সুশান্তের মৃত্যু হয়েছে? অভিনেত্রী বলেন, ‘আমি এখন এই বিষয়ে কথা বলতে চাই না। আমি এটা একদমই বলতে চাই না।’ তখন মুনাওয়ার তাঁকে বলেন যে তিনি কারণ জানতে চান না, তবে অঙ্কিতা কি সত্যিই জানেন কারণটা? তখন অঙ্কিতা বলেন, ‘হ্যাঁ, আমি জানি। তবে আমার কথা কেউ বিশ্বাস করেনি।’ সুশান্ত অভিনীত ধোনির বায়োপিকের গান ‘কৌন তুঝে’ গাইছিলেন অঙ্কিতা, তখন কথার শুরু হয়। মুনাওয়ার বলেন, ধোনির প্রিমিয়ারে সুশান্তের সঙ্গে তাঁর দেখা হয়েছিল।অঙ্কিতা বলেন, ‘ও খুব ভালো মানুষ ছিল। ওর সম্পর্কে ছিল বলতে খারাপ লাগে।’

 

আরও পড়ুন- Jaya Ahsan: বিজয় সেতুপতির সঙ্গে একফ্রেমে জয়া, টলিউডের পর এবার দক্ষিণী ছবিতে নায়িকা?

অঙ্কিতা বলেন, ‘ওর শেষযাত্রায় যেতে পারছিলাম না। আমি ভেবেছিলাম, ওকে এভাবে দেখতে পারব না। ভিকিই আমাকে যেতে বলল কিন্তু আমি যেতে চাইনি। আমি কী করে দেখব সেই দৃশ্য? এরকম কোনও পরিস্থিতির সম্মুখীন হইনি আমি। প্রথমবার নিজের বাবাকে এভাবে দেখি। তখন বুঝতে পারি প্রিয় মানুষকে হারানোর যন্ত্রনা।’

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.