রাজ্য সরকারের নির্দেশিকা ফুৎকারে উড়িয়ে `ভাল ছেলে` `কেষ্ট`-র গাড়িতে লালবাতি

ফের বিতর্কে অনুব্রত মণ্ডল। এবার গাড়িতে লাল আলো লাগিয়ে। গতকাল বর্ধমানে তৃণমূলের কর্মিসভায় যোগ দেন বীরভূমের জেলাসভাধিপতি অনুব্রত মণ্ডল। অনুব্রত রাজ্য গ্রামীন উন্নয়ন সংস্থার চেয়ারম্যান। আর সেই পদাধিকার বলে লালবাতি লাগানো গাড়ি চড়ে অনুষ্ঠানে এসেছিলেন বীরভূমের তৃণমূল নেতা। অথচ সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে লালবাতিতে রাশ টানতে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। সেই নির্দেশিকা অনুযায়ী গাড়িতে লালবাতি ব্যবহার করতে পারেন না অনুব্রত মণ্ডল। কিন্তু কোনও কিছুই যে তিনি কেয়ার করেন না লালবাতি লাগানো গাড়ি ব্যবহার করে তা আরও একবার বুঝিয়ে দিলেন বীরভূমের তৃণমূল নেতা।

Updated By: Jul 5, 2014, 09:36 AM IST

ফের বিতর্কে অনুব্রত মণ্ডল। এবার গাড়িতে লাল আলো লাগিয়ে। গতকাল বর্ধমানে তৃণমূলের কর্মিসভায় যোগ দেন বীরভূমের জেলাসভাধিপতি অনুব্রত মণ্ডল। অনুব্রত রাজ্য গ্রামীন উন্নয়ন সংস্থার চেয়ারম্যান। আর সেই পদাধিকার বলে লালবাতি লাগানো গাড়ি চড়ে অনুষ্ঠানে এসেছিলেন বীরভূমের তৃণমূল নেতা। অথচ সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে লালবাতিতে রাশ টানতে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। সেই নির্দেশিকা অনুযায়ী গাড়িতে লালবাতি ব্যবহার করতে পারেন না অনুব্রত মণ্ডল। কিন্তু কোনও কিছুই যে তিনি কেয়ার করেন না লালবাতি লাগানো গাড়ি ব্যবহার করে তা আরও একবার বুঝিয়ে দিলেন বীরভূমের তৃণমূল নেতা।

এমন মেজাজেই থাকেন অনুব্রত মণ্ডল। রাজ্যজুড়ে প্রবল সমালোচনা বা তাঁর বিরুদ্ধে বিরোধীদের শাস্তির দাবি, সব কিছুকেই থোড়াই কেয়ার বীরভূমের তৃণমূল নেতার। স্বয়ং দলনেত্রী যে তাঁর প্রশংসা করেছেন।

সেই বেপরোয়া মেজাজের পরিচয় আরও একবার দিলেন অনুব্রত মণ্ডল। এবার লালবাতি লাগানো গাড়ি চড়ে। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গাড়িতে লালবাতির ব্যবহারে রাশ টানতে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। সেই নির্দেশকা অনুযায়ী, গাড়িতে ফ্ল্যাশার লাগানো লালবাতি ব্যবহার করতে পারবেন শুধুমাত্র রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, হাইকোর্টের প্রধান বিচারপতি, বিধানসভার অধ্যক্ষ, রাজ্যের পূর্ণমন্ত্রীরা, বিরোধী দলনেতা ও হাইকোর্টের বিচারপতিরা। আর পরিষদীয় সচিব, অ্যাডভোকেট জেনারেলের মতো ভিআইপিদের ক্ষেত্রে গাড়িতে নীলবাতি লাগানোর নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

এই নির্দেশিকা অনুযায়ী গাড়িতে লালবাতি ব্যবহার করতে পারেন না অনুব্রত মণ্ডল। কিন্তু সেই নির্দেশিকাকে ফুত্কারে উড়িয়ে লালবাতি লাগানো গাড়িতেই দিব্যি ঘুরে বেড়াচ্ছেন বীরভূমে তৃণমূলের জেলা সভাধিপতি। এনিয়ে প্রশ্ন করলে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই উত্তর দিয়েছেন অনুব্রত।

নানা ঘটনায় বারবারই খবরের শিরোনামে এসেছেন অনুব্রত মণ্ডল। তাঁর বিতর্কিত চরিত্রের সঙ্গে পরিচিত রাজ্যবাসী। এবার সরকারি নির্দেশিকাকে কেয়ার না করে সেই বেপরোয়া মেজাজেরই পরিচয় আরও একবার দিলেন অনুব্রত মণ্ডল।

.