এশিয়ার সেরা পাঁচে অনুপম খের

"আনন্দের সঙ্গে জানাচ্ছি। হলিউড রিপোর্টার তাদের এই মাসের ইস্যুতে আমাকে এশিয়ার পাঁচ জন সেরা অভিনেতার মধ্যে নির্বাচিত করেছে। তালিকায় আমিই একমাত্র ভারতীয়। জয় হো!" শনিবার রাতে এই ভাবেই টুইট করলেন উচ্ছ্বসিত বলিউড অভিনেতা অনুপম খের।

Updated By: Nov 5, 2012, 02:50 PM IST

"আনন্দের সঙ্গে জানাচ্ছি। হলিউড রিপোর্টার তাদের এই মাসের ইস্যুতে আমাকে এশিয়ার পাঁচ জন সেরা অভিনেতার মধ্যে নির্বাচিত করেছে। তালিকায় আমিই একমাত্র ভারতীয়। জয় হো!" শনিবার রাতে এই ভাবেই টুইট করলেন উচ্ছ্বসিত বলিউড অভিনেতা অনুপম খের।
হলিউড রিপোর্টার নামক আন্তর্জাতিক ম্যাগাজিন গতকালই এশিয়ার সেরা পাঁচজন অভিনেতার তালিকা প্রকাশ করেছে। অনুপম খের ছাড়াও তালিকায় রয়েছেন লি বিংবিং (চিন), লি বাং-হান (দক্ষিণ কোরিয়া), ইকো উয়াইস (তাইল্যান্ড) ও আরোন কোক (হংকং)।
১৯৮২ সালে হিন্দি ছবি `আগাম` দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন অনুপম খের। ১৯৮৪ সালে `সারাংশ` তাঁর জীবনের সেরা ছবিগুলির একটি। মাত্র ২৮ বছর বয়সে পুত্রশোকে কাতর অবসর প্রাপ্ত বাবার চরিত্রে অভিনয় করেন অনুপম। এরপর ৩ দশক ধরে `ড্যাডি`, `জনম`, `ম্যায়নে গান্ধী কো নহি মারা`, `করমা`, `ডর`, `দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে`, `কুছ কুছ হোতা হ্যায়`, `বীর-জারা`র মতো অসংখ্য হিন্দি ছবিতে অনবদ্য অভিনয় করেছেন অনুপম।
শুধু বলিউডেই নয়। ডেভিড ও. রাসেল পরিচালিত হলিউড ছবি `সিলভার লাইনিংস প্লেবুক` ছবিতে সাইকিয়াট্রিস্টের চরিত্রে সহ অভিনেতার ভূমিকায় অসাধারণ অভিনয় করেন অনুপম। এখনও পর্যন্ত ২টি জাতীয় পুরস্কার ও ৮টি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন অনুপম খের।

.