বাদশা ৫ লক্ষ টাকা পাঠিয়েছেন, জানালেন রতন কাহারের ছেলে শিবনাথ
টাকা পেয়েছেন Zee ২৪ ঘণ্টা ডট কম-কে নিশ্চিত করেন রতন কাহারের ছেলে শিবনাথ কাহার।
রণিতা গোস্বামী: বাংলার লোকশিল্পী রতন কাহারকে আর্থিক সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বাদশা। সেই প্রতিশ্রুতি মতোই রতন কাহারের অ্যাকাউন্টে পৌঁছে গেল ৫ লক্ষ টাকা। টাকা পেয়েছেন Zee ২৪ ঘণ্টা ডট কম-কে নিশ্চিত করেন রতন কাহারের ছেলে শিবনাথ কাহার।
শিবনাথ কাহার জাহান, ''হ্যাঁ সোমবারই অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। খুব ভালো লাগছে যে একজন শিল্পী, আরেকজন শিল্পীকে এই সাহায্য করেছে।আমরা ওনার কাছে কৃতজ্ঞ। উনি অনেক বড় মনের মানুষ। উনি (বাদশা) যেটা বলেছিলেন, সেই কথা রাখলেন। টাকা পাঠানোর পর আমাদেরকে ফোন করে জানানো হয়, যে পাঠানো হয়েছে। আরও একটা ভালো বিষয়ি উনি (বাদশা) বাবার সঙ্গে একটা গান গাইবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।''
আরও পড়ুন-লোকশিল্পী রতন কাহারের সঙ্গে গান গাওয়ার ইচ্ছে প্রকাশ করলেন র্যাপার বাদশা
গত শুক্রবার রাতে ভিডিয়ো কলে লোকশিল্পী রতন কাহারের সঙ্গে কথা বলেছিলেন বাদশা। খবর নিশ্চিত করে রতনবাবু তখনই আমাদেরকে জানিয়েছিলেন, ''হ্যাঁ, বাদশা আমার সঙ্গে কথা বলেছেন। ভিডিয়ো কলে আমি ওনাকে (বাদশা) দেখলাম, কথাও বললাম। শুক্রবার রাতে ফোন করেছিলেন বাদশা। বললেন, লকডাউন মিটে গেলে সিউড়ি আসবেন এবং আমার সঙ্গে দেখা করবেন। আমার সঙ্গে গান গাইবেন বলেও জানিয়েছেন। বারবার বললেন, এই লকডাউন না হলে এখনই যেতাম। আমার নাতি, নাতনি ও মেয়ের জন্য আর্থিক সাহায্য করবেন বলেছেন। এবার ওনার ব্যাপার উনি কী করবেন, দেখা যাক।''
রতন কাহারের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলার ৩দিনের মধ্যেই তাঁর অ্যাকাউন্টে বাদশার তরফে ৫ লক্ষ টাকা পাঠিয়ে দেওয়া হল। তবে টাকা দেওয়া হলেও ভিডিয়োতে গানের লেখক ও সুরকার হিসাবে রতন কাহারের নাম দেওয়া এখনও পর্যন্ত হয়নি। শিল্পী রতন কাহার সেই সম্মানও পাবেন, সেই আশা রাখছেন অনেকে।