কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজে ভর্তি হবে শুধুমাত্র অনলাইনেই

কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন কোনও কলেজে ভর্তি হতে গেলে এবছর আর প্রবেশিকা পরীক্ষা দিতে হবে না। এমনই সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেক্ষেত্রে ভর্তি হওয়ার জন্য বিভিন্ন কলেজে ঘুরে ফর্মও তুলতে হবে না। রাজ্য সরকারের নির্দেশে এবছর থেকেই কলকাতা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির ব্যবস্থা করছে।

Updated By: Apr 4, 2014, 08:00 PM IST

কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন কোনও কলেজে ভর্তি হতে গেলে এবছর আর প্রবেশিকা পরীক্ষা দিতে হবে না। এমনই সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেক্ষেত্রে ভর্তি হওয়ার জন্য বিভিন্ন কলেজে ঘুরে ফর্মও তুলতে হবে না। রাজ্য সরকারের নির্দেশে এবছর থেকেই কলকাতা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির ব্যবস্থা করছে।

এই মুহুর্তে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক স্তরের কলেজের সংখ্যা ১৩২। এইসব কলেজ থেকে সংখ্যালঘু, স্বশাসিত এবং সেল্ফ ফিন্যান্সড কলেজ বাদ দিয়ে বাকি সব কলেজেই এবছর থেকে চালু হচ্ছে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া। সেক্ষেত্রে একজন ছাত্র বা ছাত্রীকে ভর্তির জন্য বিভিন্ন কলেজে বা কলেজের ওয়েবসাইটের মাধ্যমে আলাদাভাবে ফর্ম ফিলাপ করতে হবে না। বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট একটি ওয়েবসাইটে গেলেই ছাত্রছাত্রীরা দেখতে পারবেন কোন কলেজে কত নম্বর পেলে ভর্তি হওয়া যাবে। ওই একই ওয়েবসাইট থেকেই ছাত্রছাত্রীরা তাঁদের পছন্দের কলেজ বা বিষয়ের জন্য আবেদন করতে পারবেন।

কেন্দ্রীয়ভাবে ভর্তি প্রক্রিয়ার কারণেই এবছর ভর্তির জন্য কোনও কলেজই প্রবেশিকা পরীক্ষা নিতে পারবে না। অনেক সময়ই জয়েন্ট বা অন্যান্য প্রবেশিকা পরীক্ষার পর বহু ভাল কলেজে আসন ফাঁকা পড়ে থাকে। সেক্ষেত্রে কোনও ছাত্র বা ছাত্রী একবার একটি কলেজে ভর্তি হলেও পরবর্তীকালে তা পরিবর্তনের জন্য আবেদন করতে পারবেন। আগামী দশ তারিখ এবিষয়ে কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে বসছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট মহলের ধারনা, ভর্তি ঘিরে কলেজে কলেজে যে অশান্তির ছবি দেখা যেত অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হলে তা অনেকটাই কমবে।

.