OTT apps blocked: অশ্লীলতার দায়ে এবার ব্যানড ১৮ ওটিটি প্ল্যাটফর্ম

OTT play app: পিআইবির তথ্য অনুসারে, এর আগে একাধিকবার নিয়মভঙ্গকারী প্ল্যাটফর্মগুলিকে সতর্ক করা হলেও, আপত্তিকর ও কুরুচিকর কন্টেন্ট প্রচার করা থামায়নি।   

Updated By: Mar 15, 2024, 12:47 PM IST
OTT apps blocked: অশ্লীলতার দায়ে এবার ব্যানড ১৮ ওটিটি প্ল্যাটফর্ম
প্রতীকী ছবি

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: অশ্লীল এবং যৌনগন্ধী বিষয়ে দেখানোর দায়ে বৃহস্পতিবার দেশের ১৮ টি ওটিটি প্ল্যাটফর্মকে ব্যান করল কেন্দ্রীয় সরকার। পর্নোগ্রাফি সংক্রান্ত বিষয় পরিবেশনের জন্য ভারতে ১৮টি ওভার দ্য টপ বা ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। শুধু ওটিটি প্ল্যাটফর্ম নয়, আপত্তিকর কন্টেন্টের বিরুদ্ধে কেন্দ্রের অভিযান একাধিক সোশ্যাল মিডিয়া প্রোফাইল ও অ্যাপের উপরও দেখা গিয়েছে। সরকার জানিয়েছে, ১৮টি OTT প্ল্যাটফর্মের ১৯টি ওয়েবসাইট, ১০টি অ্যাপ, ৫৭টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ব্লক করা হয়েছে। 

আরও পড়ুন, FASTag | NHAI: পেটিএম বাদ, কারা FASTag দিতে পারবে স্পষ্ট জানাল এনএইচএআই! চেক করে নিন

নেপথ্য কারণ হিসেবে মন্ত্রক জানিয়েছে, সতর্ক করা সত্ত্বেও এই প্ল্য়াটফর্মগুলি বেলাগামভাবে নগ্নতা, অশ্লীলতা, পর্নোগ্রাফিক বিষয়বস্তু তাদের প্ল্যাটফর্মের অংশ করেছে ৷ ১০টি অ্যাপের মধ্যে ৭টি রয়েছে গুগল প্লে স্টোরে এবং ৩টি অ্যাপল অ্যাপ স্টোরে। ব্লক হয়ে যাওয়া ওটিটি প্ল্যাটফর্মগুলির মধ্যে আছে –Dreams Films, Voovi, Yessma, Uncut Adda, Tri Flicks, X Prime, Neon X VIP, Besharams, Hunters, Rabbit, Xtramood, Nuefliks, MoodX, Mojflix, Hot Shots VIP, Fugi, Chikooflix এবং Prime Play।

অ্যাপগুলির মধ্যে একটি গুগল প্লে স্টোর থেকে ১ কোটিরও বেশিবার ডাউনলোড হয়েছে। আরও দুটি ৫০ লাখেরও বেশি বার ডাউনলোড হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর জানিয়েছেন, নিয়মবিধি লঙ্ঘন করার কারণে গত ১২ মার্চ থেকেই এই প্ল্যাটফর্মগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ওটিটি প্ল্যাটফর্মগুলিকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে ব্যবহার করা হবে। বিবৃতিতে আরও জানানো হয়েছে, অন্য়ান্য মন্ত্রকের সঙ্গে আলোচনার পর 2000 সালের তথ্যপ্রযুক্তি আইন অনুসারেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে ৷

আরও পড়ুন, Agni 5 | Narendra Modi: ১০০% দেশি মারাত্মক মিসাইল অগ্নি-৫ এবার সফল! নমোর নমন...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.