সাইক্লোন সতর্কতা জারি দক্ষিণ ভারতে

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু এবং পুদুচেরির উপকূলবর্তী অঞ্চলে সাইক্লোন সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। চেন্নাইয়ের ৫০০ কিলোমিটার দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগরে নিম্নচাপটি অবস্থান করছে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে যে এই নিম্নচাপের ফলে তামিলনাড়ুর উত্তর উপকূল এবং সংলগ্ন অন্ধ্রর দক্ষিণ উপকূল অঞ্চল, নাগাপাট্টিনাম এবং নেলোরের ঘূর্ণিঝড়ের সম্ভবনা রয়েছে।

Updated By: Oct 30, 2012, 11:31 AM IST

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু এবং পুদুচেরির উপকূলবর্তী অঞ্চলে সাইক্লোন সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। চেন্নাইয়ের ৫০০ কিলোমিটার দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগরে নিম্নচাপটি অবস্থান করছে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে যে এই নিম্নচাপের ফলে তামিলনাড়ুর উত্তর উপকূল এবং সংলগ্ন অন্ধ্রর দক্ষিণ উপকূল অঞ্চল, নাগাপাট্টিনাম এবং নেলোরের ঘূর্ণিঝড়ের সম্ভবনা রয়েছে।
সোমবার রাত থেকেই চেন্নাই ও তার সংলগ্ন এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। আগামী ১২ ঘণ্টায় উপকূলবর্তী অঞ্চলে ৪৫ থেকে ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইবে বলেও জানানো হয়েছে। তামিলনাড়ু ও পুদুচেরির মৎসজীবীদের সমুদ্রে মাছ ধরতে সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। অন্ধ্রের উপকূল ও রায়লসিমা অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে।
পরিস্থিতির উপর নজরদারি করতে নেলোর ও ওঙ্গলে কন্ট্রোল রুম বসান হয়েছে।

.