কাল ত্রিপুরায় অভিষেক হচ্ছে সিপিআইএম পলিটব্যুরো এবং কেন্দ্রীয় কমিটির বৈঠকের

এই প্রথম ত্রিপুরায় বসছে সিপিআইএম পলিটব্যুরো এবং কেন্দ্রীয় কমিটির বৈঠক। আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আগরতলার ভগত্‍ সিং যুব আবাসে ওই বৈঠক হবে। এরপর ১৫ ডিসেম্বর স্বামী বিবেকানন্দ ময়দানে সমাবেশ কর্মসূচি রয়েছে। এই বৈঠকে যোগ দেবেন সীতারাম ইয়েচুরি, অচ্যুতানন্দন, বুদ্ধদেব ভট্টাচার্য-সহ সিপিআইএমের শীর্ষ নেতারা। এই বৈঠক এবং সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা আগরতলা সেজে উঠেছে লাল পতাকা, ফেস্টুন, প্ল্যাকার্ড, তোরণদ্বারে। পাঁচ রাজ্যের ভোটের ফলাফল পর্যালোচনা, লোকসভা ভোটের রণনীতি নির্ধারণ এবং দলের প

Updated By: Dec 12, 2013, 12:26 PM IST

এই প্রথম ত্রিপুরায় বসছে সিপিআইএম পলিটব্যুরো এবং কেন্দ্রীয় কমিটির বৈঠক। আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আগরতলার ভগত্‍ সিং যুব আবাসে ওই বৈঠক হবে। এরপর ১৫ ডিসেম্বর স্বামী বিবেকানন্দ ময়দানে সমাবেশ কর্মসূচি রয়েছে।

এই বৈঠকে যোগ দেবেন সীতারাম ইয়েচুরি, অচ্যুতানন্দন, বুদ্ধদেব ভট্টাচার্য-সহ সিপিআইএমের শীর্ষ নেতারা। এই বৈঠক এবং সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা আগরতলা সেজে উঠেছে লাল পতাকা, ফেস্টুন, প্ল্যাকার্ড, তোরণদ্বারে।

পাঁচ রাজ্যের ভোটের ফলাফল পর্যালোচনা, লোকসভা ভোটের রণনীতি নির্ধারণ এবং দলের প্রার্থী তালিকা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।

.