Nusrat: আমরা মাতৃশক্তিকে সম্মান করি, প্রতিক্রিয়া Dilip-র

নতুন মা নুসরতকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  

Updated By: Aug 26, 2021, 07:13 PM IST
Nusrat: আমরা মাতৃশক্তিকে সম্মান করি, প্রতিক্রিয়া Dilip-র

নিজস্ব প্রতিবেদন: নতুন মা নুসরত জাহানকে (Nusrat Jahan) শুভেচ্ছা জানালেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মা ও সন্তানের সুস্থতা কামনা করলেন বিজেপির রাজ্য সভাপতি। 

বৃহস্পতিবার বেলা ১২টা ৪৫ মিনিটে পার্কস্ট্রিটের বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন নুসরত জাহান (Nusrat Jahan)। মা ও ছেলে দুজনেই সুস্থ রয়েছেন বলে নিশ্চিত করেছেন বিশেষ বন্ধু যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। তিনি আবার বিধানসভা ভোটে বিজেপির টিকিটে প্রার্থী হয়েছিলেন হুগলির চণ্ডীতলা কেন্দ্রে। বৃহস্পতিবার নুসরতের মা হওয়ার খবরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) প্রতিক্রিয়া,'অবশ্যই শুভেচ্ছা জানাব। আমরা মাতৃশক্তিকে সম্মান করি। তিনি আমাদের নতুন নাগরিক দিয়েছেন। তাঁর এবং সন্তানের সুস্থতা কামনা করি।'

এ দিন নুসরতকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এসএসকেএম হাসপাতালে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে বৈঠক সেরে সাংবাদিকদের প্রশ্নে মুখ্যমন্ত্রী গাড়িতে উঠতে উঠতে বলেন,'অভিনন্দন, অনেক অভিনন্দন।'  

আরও পড়ুন- Mamata: ডাক্তারদের অভাব পূরণ করতে প্র্যাকটিশনার সিস্টার, নার্সদের পদোন্নতির বড় ঘোষণা

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.