Mamata: ডাক্তারদের অভাব পূরণ করতে প্র্যাকটিশনার সিস্টার, নার্সদের পদোন্নতির বড় ঘোষণা

সিস্টাররা আগামী দিনে নিজের পায়ে দাঁড়াতে পারবেন, জানালেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। 

Updated By: Aug 26, 2021, 06:08 PM IST
Mamata: ডাক্তারদের অভাব পূরণ করতে প্র্যাকটিশনার সিস্টার, নার্সদের পদোন্নতির বড় ঘোষণা

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে চিকিৎসকদের অভাব দূর করতে বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্যব্যবস্থা খতিয়ে দেখতে বৈঠক করেন। বেরিয়ে তিনি জানান, ভালো কাজ করলে অভিজ্ঞ নার্সদের পদোন্নতি দেব। তাঁরা হবেন প্র্যাকটিশনার সিস্টার। রোগী দেখতে পারবেন। আগামী দিনে নিজের পায়ে দাঁড়াতে পারবেন নার্সরা।     

রাজ্যে ডাক্তারদের অভাব দূর করতে গ্রামে গ্রামে কোয়াকদের কাজে লাগানো হচ্ছে বলে জানান মমতা (Mamata Banerjee)। তাঁর কথায়,'আমরা জানি ডাক্তারদের অভাব রয়েছে। ডাক্তার চাইলেই পাওয়া যায় না। সেজন্য কোয়াক ডাক্তারদের কাজে লাগিয়েছি। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কোয়াক ডাক্তারদের উপরে কাজ করে নোবেল পেয়েছেন। আমার ভাবনায় ছিল প্রাথমিক নির্দেশিকা দিয়ে গ্রামে গ্রামে কোয়াকদের দিয়ে কাজ করানো যেতে পারে। সে রকম জুনিয়র ডাক্তাররা এবং নার্সরা আসল কাজ করেন। তার মানে ডাক্তার কাজ করেন না তা বলছি না। ডাক্তারদের নির্দেশ মেনে চলেন জুনিয়র ডাক্তার ও নার্সরা। সে কারণে হাসপাতালগুলি ভালোভাবে চলে।' 

মমতার (Mamata Banerjee) সংযোজন,'আমি মনে করি, সিস্টাররা অনেকে আছেন যাঁরা ডাক্তারের সমকক্ষ কাজ করতে পারেন। স্যালাইন ও রক্ত দেওয়া, আলট্রা সোনোগ্রাফি থেকে এমআরআই- সব তাঁরা করেন। ডাক্তারবাবু অপারেশন করে, রোগী দেখে দেয়। আমরা পুরুষ সিস্টারও অনুমোদন করেছি। যাঁরা ভালো কাজ করবেন এবং অভিজ্ঞ হবেন, তাঁদের পদোন্নতি দেব। তাঁদের প্র্যাকটিশনার সিস্টার বলব। অর্থাৎ তাঁরা প্র্যাকটিস করতে পারবেন। এ ব্যাপারে স্বাস্থ্য দফতর নির্দেশিকা তৈরি করে দেবে।'

এতে ডাক্তারের অভাব পূরণ হবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়,'প্র্যাকটিশনার সিস্টার দায়িত্ব নিয়ে চিকিৎসা করতে পারবেন। এতে বাড়বে নার্সের সংখ্যা। ডাক্তারদের চাহিদাও পূরণ হবে। সিস্টাররা আগামী দিনে নিজের পায়ে দাঁড়াতে পারবেন।'   

আরও পড়ুন- NMP: এটা মোদীর নয় দেশের সম্পদ, কেন্দ্রের সম্পত্তি নগদীকরণ প্রকল্পে তোপ Mamata-র

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.