দিল্লির চাঁদনি চকে মুখোমুখি লড়াইয়ে দুই হেভি ওয়েট কপিল সিব্বল ও হর্ষবর্ধন

একজন দুবারের সাংসদ। আবার ইউপিএ সরকারের হেভিওয়েট মন্ত্রীও। অন্যজন গত বিধানসভা ভোটের পর মুখ্যমন্ত্রিত্বের অন্যতম দাবিদার ছিলেন। দুজনই এবার মুখোমুখি দিল্লির চাঁদনি চক কেন্দ্রে। কপিল সিব্বল বনাম হর্ষবর্ধন। পুরনো দিল্লির এই কেন্দ্রের বাসিন্দাদের ভোট কার দিকে যাবে? চাঁদনি চক। পুরনো দিল্লির প্রাণকেন্দ্রই বলা যায়। এখানকার প্রায় চোদ্দ লক্ষ ভোটারের মধ্যে ২০% সংখ্যালঘু। এবারের ভোটে সেই ভোটব্যাঙ্ককে কি তাদের দিকে টানতে পারবে কংগ্রেস? দুর্নীতির ভারে কার্যত নুয়ে পড়ার পরও কি চাঁদনি চকের ভোটাররা আবারও জেতাবেন দুবারের সাংসদ কপিল সিব্বলকে?

Updated By: Apr 8, 2014, 08:50 AM IST

একজন দুবারের সাংসদ। আবার ইউপিএ সরকারের হেভিওয়েট মন্ত্রীও। অন্যজন গত বিধানসভা ভোটের পর মুখ্যমন্ত্রিত্বের অন্যতম দাবিদার ছিলেন। দুজনই এবার মুখোমুখি দিল্লির চাঁদনি চক কেন্দ্রে। কপিল সিব্বল বনাম হর্ষবর্ধন। পুরনো দিল্লির এই কেন্দ্রের বাসিন্দাদের ভোট কার দিকে যাবে? চাঁদনি চক। পুরনো দিল্লির প্রাণকেন্দ্রই বলা যায়। এখানকার প্রায় চোদ্দ লক্ষ ভোটারের মধ্যে ২০% সংখ্যালঘু। এবারের ভোটে সেই ভোটব্যাঙ্ককে কি তাদের দিকে টানতে পারবে কংগ্রেস? দুর্নীতির ভারে কার্যত নুয়ে পড়ার পরও কি চাঁদনি চকের ভোটাররা আবারও জেতাবেন দুবারের সাংসদ কপিল সিব্বলকে?

আক্রমণের ধার বাড়াতে বিজেপি অবশ্য আগাগোড়াই জোর দিয়েছে উন্নয়নে। দশবছরের সাংসদ আর পনেরো বছরের শীলা দীক্ষিতের জমানায় কাজের কাজ কতটা হয়েছে, সেই ছবিটাই সাধারণের সামনে তুলে ধরছেন বিজেপি প্রার্থী হর্ষবর্ধন।

রাস্তাঘাট, নিকাশী থেকে বিদ্যুত--সবটা মিলিয়েই কংগ্রেসকে কুপোকাত করতে ময়দানে হর্ষবর্ধন। তাদের অন্যতম ভরসা পূর্বাঞ্চলীয় ভোটব্যাঙ্ক। উত্তরপ্রদেশ এবং বিহার থেকে আসা মানুষজনের ভোটের একটা বড় অংশ এবার ঝুঁকতে পারে বিজেপির দিকে। তবে, সংখ্যালঘু ভোটারদের নিয়ে তেমন প্রত্যয়ের সুর শোনা গেল না বিজেপি প্রার্থীর গলায়। সোমবার আজাদপুরে বিজেপির সভা চলাকালীন হঠাতই হাজির শত্রুঘ্ন সিনহা। পাটনায় দাঁড়িয়েছেন বিজেপির টিকিটে। চলে এসেছেন হর্ষবর্ধনের হয়ে প্রচারে। ভোট কাটাকাটির অঙ্কে কি কোনও পরিবর্তন আনতে পারবে এইসব চমক? উত্তরটা দশ তারিখই দেবেন চাঁদনি চক কেন্দ্রের ভোটাররা।

.