দেশজুড়ে লকডাউন, টেলি ইন্ডাস্ট্রির দৈনিক রোজগেরে কলাকুশলীদের পাশে একতা

 সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বলিউডের প্রযোজক তথা বালাজি টেলিফিল্মস-এর কর্ণধার একতা কাপুর।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Apr 3, 2020, 10:43 PM IST
দেশজুড়ে লকডাউন, টেলি ইন্ডাস্ট্রির দৈনিক রোজগেরে কলাকুশলীদের পাশে একতা

নিজস্ব প্রতিবেদন : দেশজুড়ে করোনার প্রকোপ, চলছে লকডাউন। এই পরিস্থিতিতে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বলিউডের প্রযোজক তথা বালাজি টেলিফিল্মস-এর কর্ণধার একতা কাপুর।

দেশের এই সংকটে নিজের সাহায্যের কথা জানিয়ে টুইটারে একতা লিখেছেন, '' করোনার জন্য যে সংকট তৈরি হয়েছে, যা ভয়ঙ্কর। এই পরিস্থিতিতে আমাদের মতো এই বৃহৎ দেশের খেটে খাওয়া মানুষের মানুষের পাশে থাকা। আমার প্রথম কর্তব্য বালাজি টেলিফিল্মস যে সমস্ত দৈনিক রোজগেরে টেকনিশিয়ানস ও কলাকুশলীরা কাজ করেন, তাঁদের পাশে দাঁড়ানো। কারণ, কঠিন এই পরিস্থিতিতে কাজ বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা ক্ষতিগ্রস্ত। এই পরিস্থিতিতে তাঁদের সাহায্যের জন্য আমি আমার এক বছরের বেতন, যেটা কিনা ২.৫ কোটি টাকা, সেটা তাঁদের জন্য দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।এই পরিস্থিতির সঙ্গে আমাদের একসঙ্গে লড়তে হবে। সাবধানে থাকুন, সুস্থ থাকুন।''

আরও পড়ুন-লকডাউনে গৃহবন্দি, ছোটবেলায় ফিরে গিয়ে নস্টালজিক করিনা

প্রসঙ্গত, শুধু একতা কাপুরই নন, দেশের লকডাউনের এই পরিস্থিতিতে দৈনিক রোজগেরে টেকনিশিয়ানস ও কলাকুশলীদের পাশে দাঁড়িয়েছেন বলিউডের অনেক তারকাই।

.