লোকশিল্পী রতন কাহারের সঙ্গে গান গাওয়ার ইচ্ছে প্রকাশ করলেন র্যাপার বাদশা
একসঙ্গে গান গাইবেন বলেও আশ্বাস দিলেন বাদশা...
রণিতা গোস্বামী: অবশেষে রতন কাহারের সঙ্গে কথা বললেন গায়ক বাদশা। ভিডিয়ো কথা হয় দুই শিল্পীর। রাঢ় বাংলার শিল্পী রতন কাহারকে বাদশার প্রতিশ্রুতি, লকডাউন মিটলেই দেখা করবেন তিনি। একসঙ্গে গান গাইবেন বলেও আশ্বাস দিয়েছেন বাদশা। আর এই সমস্ত কথাই Zee ২৪ ঘণ্টা ডট কমকে জানালেন লোকশিল্পী রতন কাহার নিজেই।
রতন বাবু বলেন, ''হ্যাঁ, বাদশা আমার সঙ্গে কথা বলেছেন। ভিডিয়ো কলে আমি ওনাকে দেখলাম, কথাও বললাম। শুক্রবার রাতে ফোন করেছিলেন বাদশা। বললেন, লকডাউন মিটে গেলে সিউড়ি আসবেন এবং আমার সঙ্গে দেখা করবেন। আমার সঙ্গে গান গাইবেন বলেও জানিয়েছেন। বারবার বললেন, এই লকডাউন না হলে এখনই যেতাম। আমার নাতি, নাতনি ও মেয়ের জন্য আর্থিক সাহায্য করবেন বলেছেন। এবার ওনার ব্যাপার উনি কী করবেন, দেখা যাক।''
আরও পড়ুন- 'আর্থিক সাহায্য পেলে সংসারটা বেঁচে যেত', বললেন রতন কাহার
এবিষয়ে রতন কাহারের ছেলে শিবনাথ কাহারকে জিজ্ঞাসা করা হলে, তিনি তাঁদেরকে বাদশার ভিডিয়ো কল করার কথা স্বীকার করে নেন। বলেন, ''বাদশা ফোন করেছিল, বাবার সঙ্গে কথা বললো। বাবাও বাদশাকে ধন্যবাদ জানিয়েছেন, বলেছেন উনি গাইলেন বলেই বাবার নামটা নতুন করে উঠে এলো।''
আরও পড়ুন-বড়লোকের বিটি লো'র মতো গান যিনি সৃষ্টি করতে পারেন, তিনি মহান শিল্পী : বাদশা
প্রসঙ্গত, গত বৃহস্পতিবারই টিম 'গেন্দাফুল'-এর তরফে লোকশিল্পী রতন কাহারকে প্রথম ফোন করা হয়। তখনই রতন বাবু নিজে বাদশার সঙ্গে সরাসরি কথা বলার ইচ্ছা প্রকাশ করেন। টিম 'গেন্দাফুল'-এর তরফে শুক্রবার ভিডিয়ো কলে বাদশা তাঁদের সঙ্গে কথা বলবেন বলে জানানো হয়। সেই মতোই শুক্রবার রাতে রতন বাবুর সঙ্গে ভিডিয়ো কলে কথা বলেন বাদশা।