আজ দেশজুড়ে সিনেমাশিল্প ধর্মঘট

সিনেমা ব্যবসার ওপর কেন্দ্রের আরোপ করা সার্ভিস ট্যাক্সের প্রতিবাদে বৃহস্পতিবার দেশজুড়ে সিনেমাশিল্প ধর্মঘটের ডাক দিয়েছে ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া বা এফএফআই।

Updated By: Feb 21, 2012, 04:52 PM IST

সিনেমা ব্যবসার ওপর কেন্দ্রের আরোপ করা সার্ভিস ট্যাক্সের প্রতিবাদে বৃহস্পতিবার দেশজুড়ে সিনেমাশিল্প ধর্মঘটের ডাক দিয়েছে ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া বা এফএফআই। ধর্মঘটে সামিল এরাজ্যের ইস্টার্ন ইন্ডিয়া মোশনস পিকচারস অ্যাসোসিয়েশন বা ইম্পাও। ধর্মঘটের জেরে আজ বন্ধ থাকবে এরাজ্যের ৬০০টি সিনেমাহল। চলবে না কোনওরকম শুটিং বা সিনেমা ব্যবসা সংক্রান্ত কোনওরকম কাজ।
প্রদর্শক, পরিচালকদের দাবি এই কর চাপলে ছোট সিনেমা হলের মালিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবেন। ছোট সিনেমা হলগুলোর টিকিটের দাম অনেক কম। এই কর বসালে হয়তো ছোট সিনেমা হলগুলো উঠে যাবে। ফিল্ম ইন্ড্রাস্ট্রির একাংশের দাবি মাল্টিপ্লেক্সের দেশজোড়া ব্যবসা, তাই তাদের ওপর কর বসালে কোনও সমস্যা হবে না। যদিও মাল্টিপ্লেক্সের মালিকদের দাবি, তারাও কেন্দ্রীয় সরকারের কাছে সার্ভিস ট্যাক্সের বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছেন।  

.