#ফ্ল্যাশব্যাক ২০১৬ : বলিউডে আলোড়ন ফেলে দেওয়া ঘটনা

বলিউড... বিনোদন। বিতর্ক। গসিপ। নাইট লাইফ। টিনসেল টাউনকে ব্যাখ্যা করা যায় এই সবকটা শব্দেই। সেই বলিউডেই এবার এমন কিছু ঘটনা ঘটে, যার জল গড়ায় বহুদূর। দেশীয় রাজনীতি উত্তাল হয়। আঁচ পড়ে পড়শি দেশেও। 'হেডলাইন মেকিং' সেই ঘটনা একনজরে-

Updated By: Dec 15, 2016, 09:23 PM IST
#ফ্ল্যাশব্যাক ২০১৬ : বলিউডে আলোড়ন ফেলে দেওয়া ঘটনা

ওয়েব ডেস্ক : বলিউড... বিনোদন। বিতর্ক। গসিপ। নাইট লাইফ। টিনসেল টাউনকে ব্যাখ্যা করা যায় এই সবকটা শব্দেই। সেই বলিউডেই এবার এমন কিছু ঘটনা ঘটে, যার জল গড়ায় বহুদূর। দেশীয় রাজনীতি উত্তাল হয়। আঁচ পড়ে পড়শি দেশেও। 'হেডলাইন মেকিং' সেই ঘটনা একনজরে-

নেহলানির 'পঞ্জাব' বিতর্ক- মুক্তি পাওয়ার আগেই বিতর্ক দেখা দেয় শাহিদ কাপুরের 'উড়তা পঞ্জাব' ছবিটি ঘিরে।পঞ্জাবের যুব সমাজে মাদকের কুপ্রভাব নিয়ে তৈরি হয় ছবিটি। এদিকে সেন্সর বোর্ড প্রধান পহেলাজ নেহলানি বিস্ফোরক অভিযোগ করেন, "প্রযোজক অনুরাগ কাশ্যপ আম আদমি পার্টির থেকে টাকা নিয়ে ছবিটির মাধ্যমে পঞ্জাবকে বদনাম করতে চাইছে। ছবিটিতে কিছু বিতর্কিত অংশ রয়েছে।" জল গড়ায় বহুদূর। ছবি মুক্তি নিয়েই সংশয় দেখা দেয়। বোর্ডের বিরুদ্ধে সোচ্চার হয় বলিউডের একটা বড় অংশ। অভিযোগ ওঠে, রাজনৈতিক হস্তক্ষেপের। পড়ুন, ছবি মুক্তির ৪৮ ঘণ্টা আগেই অনলাইনে ফাঁস 'উড়তা পঞ্জাব'!

পাক অভিনেতা-অভিনেত্রীদের 'মুশকিল হ্যায় দিল'- একদিকে শিল্পসত্তা, রুটিরুজি। অন্যদিকে রাজনীতি-কূটনীতির ফাঁস। বিতর্কের শুরু উরি হামলার পর থেকে। উরি হামলায় পাক জঙ্গিদের হাতে ১৮ জন ভারতীয় জওয়ানের মৃত্যুর পর, পাক অভিনেতা-অভিনেত্রীদের দেশ ছাড়ার ফতোয়া জারি করে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। পাক শিল্পীদের বলিউডে কাজ করার ওপর নিষেধাজ্ঞা জারি করে ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রোডিউসারস্ অ্যাসোসিয়েশন। এদিকে, করণ জোহর নির্দেশিত 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবিটিতে ছিলেন পাক অভিনেতা ফাওয়াদ খান। ছবি মুক্তি আটকে যেতে বসে। অবশেষে ছবির লভ্যাংশ থেকে একটা অংশ নিহত জওয়ানদের পরিবারকে দেওয়ার সিদ্ধান্ত নেয় ছবির প্রযোজক সংস্থা। যদিও বিতর্ক তাতেও থামে না।

.